ঢাকা রবিবার | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
টি-২০ তে বাংলাদেশ দল তেমন একটা উন্নতি না করতে পারলেও গত সিরিজেও নিদাহাস ট্রফিতে বেশ ভালোই পারফর্মেন্স করেছে বাংলাদেশ দল। কিন্তু সেটাতেও লাভ হচ্ছে না। স্কটল্যান্ডও বাংলাদেশকে পিছনে ফেলতে যাচ্ছে।
যদিও র্যাঙ্কিংয়ের এই হিসেবে যোগ হচ্ছেনা ২০১৫’র মে মাসের আগে খেলা সবগুলো ম্যাচের পয়েন্ট। মূলত বিগত তিন বছরে দলগুলোর পারফর্মেন্স বিবেচনা করেই এই র্যাঙ্কিং প্রকাশ করবে আইসিসি।
২০১৭ থেকে ২০১৮ পর্যন্ত খেলা সব ম্যাচের রেটিং পয়েন্ট যোগ হবে এখানে। আর তার অর্ধেক করে যোগ হবে ২০১৫ থেকে ২০১৭ পর্যন্ত দলগুলোর রেটিং পয়েন্ট।
বর্তমানে টাইগারদের রেটিং পয়েন্ট ৭৬.৯ থেকে কমিয়ে দাঁড়িয়েছে ৭৪.১ রেটিং পয়েন্টে। যেখানে স্কোটিশদের রেটিং পয়েন্ট ৭৫.৫ আর আফগানদের ৯২.৮।
তাই এবার শুধু আফগানদের পেছনে নয়, টাইগাররা টি-টুয়েন্টিতে চলে যাচ্ছে স্কটল্যান্ডেরও পেছনে। ১২ নম্বরে থাকা নেদারল্যান্ডের পয়েন্ট ৬২.৮।
যমুনা টেলিভিশনের এক প্রতিবেদন থেকে এমনটাই নিশ্চিত হওয়া গিয়েছে।
বিষয়সমূহঃ
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম