ঢাকা রবিবার | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ডেস্ক
৩ ফেব্রুয়ারি, ২০১৮ | ১৬:১৪

স্ত্রীকে ‘হত্যার পর আত্মহত্যা’ পাকমন্ত্রীর

tesst

পাকিস্তানের এক প্রাদেশিক মন্ত্রী ও তার স্ত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ।

বৃহস্পতিবার করাচির নিজ বাসা থেকে মীর বাজার খান বিজিরানী ও ফারিহা রাজাকের লাশ উদ্ধার করা হয় বলে ডনের এক প্রতিবেদনে বলা হয়েছে।

পুলিশ বলছে, পারিবারিক দ্বন্দ্বে স্ত্রীকে হত্যার পর ওই মন্ত্রী আত্মহত্যা করেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

করাচি পুলিশের এক বিজ্ঞপ্তিতে শুক্রবার বলা হয়, ঘটনাস্থল থেকে বুলেট উদ্ধার করা হয়েছে। একই অস্ত্র দিয়ে স্ত্রীকে হত্যার পর নিজেও আত্মহত্যার পথ বেছে নেন বিজিরানী।

গণমাধ্যমকর্মী ফারিহার শরীরে তিনটি ও তার মন্ত্রী স্বামীর শরীরে একটি বুলেট বিদ্ধ হওয়ার প্রমাণ পাওয়া গেছে বলে এনডিটির প্রতিবেদনে বলা হয়।

পাকিস্তান পিপলস পার্টির মননোয়নে সিন্ধু প্রদেশের উন্নয়ন ও পরিকল্পনামন্ত্রী ছিলেন বিজিরানী। তার মৃত্যুতে দলে শোকের ছায়া নেমে এসেছে। সার্বিক ঘটনার তদন্তে নেমেছে পুলিশ।

বিষয়সমূহঃ