ঢাকা সোমবার | ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

ক্রীড়া প্রতিবেদক
২০ জানুয়ারি, ২০১৮ | ১৭:০০

১৬৩ রানের ব্যবধানে জয়

স্বাধীনভাবে খেলার কারণেই বাংলাদেশের দাপট: সাকিব

tesst সাকিব আল হাসান— সমকাল

‘স্বাধীনভাবে’ খেলার কারণেই ঘরের মাঠে ত্রিদেশীয় সিরিজে বাংলাদেশ দাপট দেখাতে পারছে বলে মনে করেন দলের অন্যতম সেরা তারকা সাকিব আল হাসান।

সিরিজে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলংকার বিপক্ষে ১৬৩ রানের রেকর্ড জয়ের দিনে ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে এমন অভিমত ব্যক্ত করেন তিনি।

শ্রীলংকার বিপক্ষে ম্যাচে সেরা খেলোয়াড়ের পুরস্কার জেতা সাকিবের মতে, এখন তারা স্বাধীনভাবে খেলার সঙ্গে সিদ্ধান্তও নিতে পারছেন।

সবশেষ সফরে দক্ষিণ আফ্রিকায় সবক’টি ম্যাচ যাচ্ছেতাইভাবে হেরেছিল টাইগারা। এত অল্প সময়ে এভাবে ঘুরে দাঁড়ানোর রহস্য কি! জয়ের পর সাকিব আল হাসান খোলাসা করেছেন সে রহস্য, ‘আমাদের পরিকল্পনা যারা করেন তাদের চিন্তা-ভাবনায় পরিবর্তন এসেছে। যেহেতু আমাদের কোচের পরিবর্তন হয়েছে। তাই নতুন যিনি এসেছেন তার নতুন কিছু চিন্তা-ভাবনা থাকবে।’

এরপরই মূল কথাটা বলেছেন সাকিব, ‘আমি বলবো না যে আগে আমরা স্বাধীনভাবে খেলতে পারতাম না। তবে এখন আমরা স্বাধীনভাবে খেলার পাশাপাশি সিদ্ধান্তও নিতে পারি। আমাদের কাছে মনে হয়, এ বিষয়টা আমাদের অনেক এগিয়ে দিয়েছে। এ ছাড়া সুজন ভাই (টেকনিক্যাল ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন) ও রিচার্ড (হ্যালসল) দুইজনই জানেন আমাদের কী দরকার। দুইজনই আমাদের প্রয়োজনগুলো মেটাতে পারছেন। তাই মাঠে আমরা স্বাধীনভাবে পারফরম্যান্স করছি।’

বাংলাদেশের দায়িত্ব ছেড়ে শ্রীলংকার দায়িত্ব নেওয়ার পর শুক্রবারই প্রথম হাথুরুর মুখোমুখি হয়েছিলেন টাইগাররা। মাঠে খেলার সময় হাথুরুসিংহে কি তাদের মাথায় ছিলেন? তাকে দেখিয়ে দেওয়ার তাড়না থেকেই কি এভাবে জ্বলে ওঠা? এবার অবশ্য সাকিব একেবারে সোজা ব্যাটে খেললেন, ‘আমরা মাথায় এসব নিই না। এবং এটা শুধু মুখে বলছি না, আমরা মনেপ্রাণে বিশ্বাস করি। আমি চাই, আপনারাও মাথায় নেবেন না। তাতে করে আমাদের জন্য আরও ভালো হবে।’

তারপরও শ্রীলংকাকে রেকর্ড ব্যবধানে হারিয়ে দেওয়াটা জয়ের আনন্দে বাড়তি মাত্রা পাওয়ার কথা। সে সঙ্গে ফাইনালও নিশ্চিত হয়ে গেছে। সাকিব অবশ্য আর দশটা জয়ের মতোই দেখছেন এটাকে, ‘বাড়তি মাত্রা পায়নি। একটা আমাদের কাছে কেবলই আরেকটা জয়। তবে শ্রীলংকার বিপক্ষে জেতাটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল। এই টুর্নামেন্টের পরিপ্রেক্ষিতে ফাইনালে যাওয়ার জন্য এ জয়টা গুরুত্বপূর্ণ ছিল। দুটি ম্যাচেই আমরা যেভাবে প্রভাব বিস্তার করে জিতলাম, অবশ্যই এটা আমাদের অনেক আত্মবিশ্বাস দেবে পরের দুটি ম্যাচ ও ফাইনালের জন্য।’