ঢাকা শুক্রবার | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
আজ শনিবার বিকেলে ঢাকাতেই এ ঘটনা ঘটেছে।
অবশ্য হাত-পায়ে অল্প খানিকটা ব্যথা, চামড়া ছিড়ে যাওয়া ছাড়া তেমন কোনো ক্ষতি হয়নি। সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দুর্ঘটনার ছবি দিয়ে এ তথ্য জানান তাসকিন।
এই পেসার জানান, বন্ধুকে নিয়ে রিকশাযোগে কোথাও যাচ্ছিলেন। পেছন থেকে এসে একটি প্রাইভেটকার ধাক্কা দেয় তাসকিনদের বহনকারী রিকশাকে। তাসকিন ও তার বন্ধু দুজনেই পড়ে যান। রিকশার একটি চাকা পুরোপুরি ভেঙে গেছে।
ওই ফেসবুক পোস্টে তাসকিন লিখেন, ‘আমি এবং Jony Ahmed রিকশা করে যাচ্ছিলাম হটাৎ একটা প্রাইভেট কার এসে মেরে দিল রিকশায় .. জনিও পড়লো তার উপরে আমি পড়লাম ওর উপরে পড়ায় বেশি বেথা পাইনি ..কয়দিন ধরেই হালকা পাতলা বেথা পাওয়ার উপরেই আসি ,
সবগুলাই ফারা হিসাবেই ধরলাম।
ইন শা আল্লাহ সব ঠিক হয়ে যাবে।
ভালো সময় তোমার অপেক্ষায় রইলাম এবং তুমি খুব কাছেই আছো এটা আমার বিশ্বাস।
বিষয়সমূহঃ
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম