ঢাকা শনিবার | ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ

আগামী নিউজ
২৮ নভেম্বর, ২০১৭ | ০৬:২৪

বিপিএলে শফিউলের ‘হাফসেঞ্চুরি’

tesst

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ এক রেকর্ড গড়লেন শফিউল ইসলাম। মাত্র চতুর্থ বোলার হিসেবে জনপ্রিয় টি-টোয়েন্টি টুর্নামেন্টে উইকেটের হাফসেঞ্চুরি পূর্ণ করলেন এই টাইগার পেসার।

সোমবার বিপিএলের ম্যাচে মুখোমুখি হয় খুলনা টাইটান্স ও রাজশাহী কিংস। ব্যক্তিগত প্রথম ওভারে রাজশাহী শিবিরে দুবার আঘাত হেনে উইকেটের ফিফটি পূর্ণ করেন খুলনা টাইটান্সের পেসার।

ইনিংসের দ্বিতীয় এবং ব্যক্তিগত প্রথম ওভারের প্রথম বলে মুমিনুল হককে সরাসরি বোল্ড করেন শফিউল। এরপর ওভারের শেষ বলে তুলে মারতে গিয়ে লং অনের সীমানার দ্বারপ্রান্তে জোফ্রা আর্চারকে ক্যাচ দিয়ে লুক রাইট ফিরে গেলে বিপিএলে উইকেটের হাফসেঞ্চুরি পূর্ণ হয় শফিউলের।

এখন পর্যন্ত বিপিএলে ৪৭ ম্যাচে শফিউলের নামের পাশে ৫০ উইকেট। টুর্নামেন্টে তার সেরা বোলিং ফিগার ৪/১৭। দুবার বিপিএলে ৪ উইকেটের দেখা পান বাংলাদেশ জাতীয় দলের এই ডানহাতি পেসার।

এর আগে সাকিব আল হাসান, কেভন কুপার ও মোহাম্মদ নবী বিপিএলে উইকেটের হাফসেঞ্চুরি পূর্ণ করেন। সর্বোচ্চ ৭২ উইকেট নিয়ে সাকিব চূড়ায় রয়েছেন। কুপার ৬০টি এবং চিটাগং ভাইকিংসের আফগান স্পিনার নবী নিয়েছেন ঠিক ৫০টি উইকেট।

বিষয়সমূহঃTags:

preload imagepreload image