ঢাকা শুক্রবার | ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
এবার চলন্ত বাসে লাঞ্ছনার শিকার হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) এক ছাত্রী। এঘটনায় ট্রাস্ট পরিবহনের চারটি বাস আটক করেছে ঢাবি শিক্ষার্থীরা।
রোববার শাহবাগ থানা পুলিশের সহযোগিতায় বাসগুলো আটকের পর একটি শাহবাগ থানায় অপর তিনটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মল চত্বরে নিয়ে যাওয়া হয়েছে।
ঘটনার প্রত্যক্ষদর্শী শাওন নামের ঢাবিক এক শিক্ষার্থী জানান , গত বৃহস্পতিবার (১৭ মে) বিকাল পাঁচটার সময়ে রাজধানীর কারওয়ান বাজার থেকে ক্যান্টনমেন্ট যাওয়ার পথে চলন্ত বাসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিনান্স বিভাগের এক নারী শিক্ষার্থীকে হয়রানি করেন বাসের চালকের সহকারী।
‘ট্রাস্ট বাসের চালকের সহকারী প্রথমে ওই শিক্ষার্থীকে যৌন হেনস্থার চেষ্টা করে। এমনকি তার সাথে সাথে অশালীন আচরণ করে। এ সময় শাওন প্রতিবাদ জানালেও বাসের একজন মাত্র লোক এগিয়ে আসে, বাকি কেউ সহযোগিতায় এগিয়ে আসেনি। এক সময় ওই বাসের চালকের সহকারী শাওনকে হুমকি দিয়ে বলে, কী করবি তুই কর!
শাওন বলেন, ওই আপুর ভাই আইসিউতে ভর্তি থাকায় তাকে দ্রুত হাসপাতালে যেতে হবে বলে তখন কোন প্রতিবাদ না জানিয়ে দ্রুত চলে আসি। পরে আজ আমরা ব্যবস্থা নিয়েছি।
এ ব্যাপারে জানতে চাইলে শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বলেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন ছাত্রীকে ইভটিজিং করেছে বলে চারটি বাস আটক করেছে শিক্ষার্থীরা। প্রক্টর তাদেরকে বলেছেন ইভটিজিংয়ের শিকার ওই ছাত্রীকে নিয়ে তাদের অফিসে যেতে। ওই ছাত্রীকে নিয়ে প্রক্টরের অফিসে গেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
বিষয়সমূহঃ
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম