ঢাকা বুধবার | ১০ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আগামী নিউজ
২৮ নভেম্বর, ২০১৭ | ০৭:২০

১২ ডিসেম্বর তথ্য ও যোগাযোগপ্রযুক্তি দিবস

tesst

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে গতকাল সোমবার মন্ত্রিসভার বৈঠকে ১২ ডিসেম্বরকে জাতীয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি দিবস হিসেবে ঘোষণা করা হয়েছে। এখন থেকে প্রতিবছর এই দিনটি তথ্য ও যোগাযোগপ্রযুক্তি দিবস হিসেবে পালন করবে সরকার।

সরকারের তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ সূত্রে জানা গেছে, ২০০৮ সালের ১২ ডিসেম্বর রূপকল্প ২০২১ ঘোষণা করা হয়। যার মূল উপজীব্য ডিজিটাল বাংলাদেশ ভিশন। তাই জাতীয় তথ্য ও যোগাযোগপ্রযুক্তি দিবস নির্ধারণে এ বিষয়টিকেই ভিত্তি ধরা হয়েছে। এর আগে দিবসটি ঘোষণা নিয়ে চলতি বছরের ১২ নভেম্বরে আন্তমন্ত্রণালয় সভা করে তথ্যপ্রযুক্তি বিভাগ। সভায় সিদ্ধান্তের পর ২২ নভেম্বর তা অর্থ বিভাগের অনাপত্তি পায়। সেখানে দিবসটি পালনের প্রস্তাবে বলা হয়, তথ্য ও যোগাযোগপ্রযুক্তির উন্নয়নে বর্তমান সরকারের অবদান প্রচারের পাশাপাশি দেশের সর্বস্তরের মানুষের মধ্যে এর ব্যবহার সম্প্রসারণ সহজ হবে।

তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ বলেন, দেশের মানুষ ডিজিটাল বাংলাদেশের সুফল ভোগ করছে। এই দিবস ঘোষণা ডিজিটাল বাংলাদেশ কার্যক্রমের লক্ষ্য অর্জনে আরেক ধাপ অগ্রগতি পেল।