ঢাকা সোমবার | ১৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
দীর্ঘ বিরতির পর আবারো রেডিও লাইভ শো উপস্থাপনায় ফিরছেন মাহফুজ ফারুক। তার গ্রন্থনা ও উপস্থাপনায় আজ (মঙ্গলবার) থেকে রেডিও সারাবেলায় শুরু হচ্ছে চিঠিপত্র নিয়ে ভিন্ন আঙ্গিকের অনুষ্ঠান- ডাকবাকসো। অনুষ্ঠানটির প্রযোজনায় রয়েছেন কৃষ্ণ কমল। ডাকবাকসো প্রচারিত হবে প্রতি মঙ্গলবার রাত ৯টা ০৫ মিনিটে এফএম ৯৮.৮-এ। প্রিয়জন/কর্তা ব্যক্তিদের উদ্দেশ্যে লেখা চিঠি পাঠ, গান, এসএমএস ও ফেসবুক কমেন্টস দিয়ে সাজানো হয়েছে অনুষ্ঠানটি। তবে এ অনুষ্ঠানে শুধুমাত্র হাতে লেখা চিঠিই পাঠ করা হবে। মাহফুজ ফারুক বলেন, প্রিয়জন তথা বাবা, মা, শিক্ষক, ভাই, বোন, প্রেমিক, প্রেমিকা বা অন্য যে কাউকে উদ্দেশ্যে করে যেমন চিঠি পাঠানো যাবে তেমনি যে কোনো কর্তা ব্যক্তিকে উদ্দেশ্য করেও এলাকার সমস্যা, দুর্ভোগ ও চাহিদার কথা নিয়েও চিঠি পাঠাতে পারবেন শ্রোতারা। পাঠানো চিঠিগুলোর মধ্য হতে বাছাইকৃত চিঠিগুলো পাঠ করা হবে পরবর্তী অনুষ্ঠানে। ডাকবাকসো উপস্থাপনার পাশাপাশি মঙ্গলবারের রাতের সংবাদ উপস্থাপনাতেও শ্রোতারা তাকে শুনতে পাবেন। উল্লেখ্য ২০১৬ সালের ১৪ এপ্রিল মাহফুজ ফারুকের হাত ধরে সম্প্রচারে আসে দেশের ১৭ তম কমিউনিটি রেডিও- রেডিও সারাবেলা ৯৮.৮ এফএম। এর আগে তিনি নোয়াখালীর হাতিয়া উপজেলার রেডিও সাগরদ্বীপ ৯৯.২ এফএম ও নওগাঁর বরেন্দ্র রেডিও ৯৯.২ এফএম-এর সূচনালগ্ন থেকে সকল কার্যক্রমের সাথে যুক্ত ছিলেন। এছাড়া তিনি প্রায় এক যুগ ধরে একাধিক টেলিভিশন, দৈনিক পত্রিকা ও অনলাইন নিউজ পোর্টালে সাংবাদিকতা করেছেন। বর্তমানে সম্পাদনা করছেন গণমাধ্যম ও সাংবাদিকতা বিষয়ক পত্রিকা ‘মিডিয়াপাঠ’। কবি, ছড়াকার, লেখক, সমালোচক, উপস্থাপক, আবৃত্তিকার, গীতিকার, আলোচক, সংগঠক, সাংবাদিক, সম্পাদক, নির্মাতা, গণমাধ্যম প্রশিক্ষক ও কমিউনিটিমিডিয়া ব্যক্তিত্ব হিসেবে মাহফুজ ফারুকের রয়েছে ভিন্ন ভিন্ন পরিচয়। প্রকাশিত বইয়ের মধ্যে রয়েছে- ধুম মাচালে ধুম (ছড়া), ইউসুফও নয় জুলেখাও নয় (কবিতা), কমিউনিটি রেডিও সাংবাদিকতা (গণমাধ্যম) ও কমিউনিটি রেডিও ব্রডকাস্টিং ছোটদের পাঠ (গণমাধ্যম)। সৃজনশীল কাজের স্বীকৃতি স্বরূপ মাহফুজ ফারুক লাভ করেছেন ইউনিসেফ কর্তৃক ‘মীনা মিডিয়া এ্যাওয়ার্ড ২০১৫’ ও প্ল্যান ইন্টারন্যাশনাল কর্তৃক ‘গার্ল পাওয়ার মিডিয়া এ্যাওয়ার্ড ২০১৪’। কাজের অংশ হিসেবে ভ্রমণ করেছেন নেপাল ও ভারত।
বিষয়সমূহঃ
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম