ঢাকা রবিবার | ১৭ই নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২রা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
বিশ্বমঞ্চে দাঁড়ানোর আত্মবিশ্বাস গড়ে দেয় এশিয়ান ইউনিভার্সিটি ফর উইমেন (এইউডব্লিউ)। বিশ্ববিদ্যালয়টির প্রাক্তন ছাত্রী জায়মা ইসলাম মনে করেন, এটিই এইউডব্লিউর সবচেয়ে বড় শক্তির জায়গা। জায়মার সহপাঠীদের অনেকে চট্টগ্রামে অবস্থিত এই বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক শেষ করে অক্সফোর্ড, স্ট্যানফোর্ডের মতো বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা নিয়েছেন। তিনি নিজেও স্নাতকোত্তর করেছেন যুক্তরাষ্ট্রের কলম্বিয়া ইউনিভার্সিটি গ্র্যাজুয়েট স্কুল অব জার্নালিজম থেকে। এখন ইংরেজি দৈনিক ডেইলি স্টার–এ কর্মরত। নিজের অভিজ্ঞতা থেকে জায়মা বলছিলেন, ‘এইউডব্লিউতে কারিকুলাম একটু আলাদা। ফার্স্ট ইয়ার থেকেই আমাদের ইন্টার্নি শুরু হয়ে যায়। যেমন আমি চট্টগ্রামের রাউজানে গিয়েছিলাম গ্রামের মহিলাদের ওপর একটা জরিপ করতে। এইউডব্লিউ এসব কাজে খুবই অনুপ্রাণিত করে। ওয়ার্ল্ড ব্যাংক থেকে শুরু করে বিশ্বের বড় বড় উন্নয়ন সংস্থায় আমাদের মেয়েরা কাজ করছে। বড় স্বপ্ন দেখার, আত্মনির্ভরশীল হওয়ার অনুপ্রেরণা বিশ্ববিদ্যালয় থেকেই আমরা পেয়েছিলাম।’ আন্তর্জাতিক মানের বিশ্ববিদ্যালয়টিতে পড়তে শ্রীলঙ্কা, নেপাল, আফগানিস্তানসহ বিশ্বের নানা দেশ থেকে ছাত্রীরা এ দেশে আসছেন।
সুত্র: প্রথম আলো
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম