ঢাকা শুক্রবার | ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী নিউজ
৪ ডিসেম্বর, ২০১৭ | ১১:৫৭

রাজশাহীতে কথিত জিনের বাদশা আটক

tesst

দীর্ঘদিন যাবৎ ‘জিনের বাদশা’ পরিচয় দিয়ে প্রতারণা করে আসছিলেন নাজমুল হুদা (২৯) নামে এক ব্যক্তি। তিনি জিন তাড়ানো, পানি পড়া, তাবিজ-কবজের নামে বোকা বানাতেন সাধারণ মানুষদের। তাদের কাছ থেকে কৌশলে আদায় করে নিতেন হাজার হাজার টাকা। এমন অভিযোগে কথিত এই জিনের বাদশাকে সংসদ সদস্য নিজে কৌশলে ডেকে পুলিশের কাছে সোপর্দ করেছেন।

৩ ডিসেম্বর রোববার সকালে রাজশাহী-৩ (পবা-মোহনপুর) আসনের সাংসদ আয়েন উদ্দিন কথিত জিনের বাদশা নাজমুল হুদাকে ধরিয়ে দেন।
প্রতারক জিনের বাদশা নাজমুল হুদা পবা উপজেলার দামকুড়া এলাকার আবদুস সালামের ছেলে।

সংসদ সদস্য আয়েন উদ্দিন সংবাদমাধ্যমকে জানান, জিনের বাদশা পরিচয় দিয়ে নাজমুল হুদা জিন তাড়ানো, পানি পড়া, তেল পড়া দিতেন সাধারণ মানুষদের। আর এর বিনিময়ে পকেট থেকে হাতিয়ে নিতেন হাজার হাজার টাকা। এক নারী এ বিষয়ে তার কাছে অভিযোগ করলে, কৌশলে ওই জিনের বাদশাকে বাড়িতে ডেকে নিয়ে এসে পুলিশের কাছে সোপর্দ করা হয়।

বোয়ালিয়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমান উল্লাহ জানান, নাজমুলের বিরুদ্ধে ওই নারী বাদী হয়ে প্রতারণার অভিযোগে মামলা করেছেন। ইতোমধ্যে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।