ঢাকা শুক্রবার | ২৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
ঢাকা: ওয়ান প্ল্যানেট সামিটে অংশগ্রহণের উদ্দেশে সোমবার তিন দিনের সরকারি সফরে ফ্রান্স যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরকালে তিনি দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোঁর সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন।
রোববার এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রমন্ত্রী এএইচ মাহমুদ আলী এ তথ্য জানান।
তিনি বলেন, ‘২০১৫ সালের ১২ ডিসেম্বর জাতিসংঘে জলবায়ুবিষয়ক সম্মেলনের ২১তম অধিবেশনে প্যারিস জয়বায়ু চুক্তি গৃহীত হয়। ওই চুক্তির দুই বছরপূর্তিতে ওয়ান প্ল্যানেট সামিট হচ্ছে। সেখানে বিশ্ব নেতৃবৃন্দ জলবায়ু পরিবর্তন মোকাবেলায় সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণে গুরুত্ব দিয়ে বক্তব্য দেবেন। সামিটে অংশগ্রহণকারীরা সাতটি সুনির্দিষ্ট উদ্যোগ নিয়ে আলোচনা করবেন।
সামিটে প্রধানমন্ত্রী অভিযোজন ও জলবায়ু সহনশীলতা বিষয়ে বাংলাদেশের ভবিষ্যৎ কর্মপরিকল্পনা সম্পর্কে সুনির্দিষ্ট প্রস্তাবনা তুলে ধরবেন। এর পাশাপাশি জলবায়ু পরিবর্তন মোকাবেলা করে টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা অর্জনের লক্ষ্যে বাংলাদেশ সরকারের গৃহীত নানা প্রদক্ষেপ ও সাফল্যের বিষয়টিও বর্ণনা করবেন।’
সংবাদ সম্মেলনে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম, পররাষ্ট্র সচিব শহীদুল হকসহ মন্ত্রণালয়ে কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিষয়সমূহঃTags: পররাষ্ট্রমন্ত্রী, প্রধানমন্ত্রী, শেখ হাসিনা
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম