ঢাকা শনিবার | ৫ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
আসুসের আরওজি গেমিং নোটবুক 'জেফ্রাস'
বাংলাদেশের বাজারে উন্মুক্ত হয়েছে আসুসের আরওজি গেমিং নোটবুক ‘জেফ্রাস’। সম্প্রতি রাজধানীতে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই গেমিং ল্যাপটপটির উন্মোচন করা হয়।
এই ল্যাপটপটিকে বলা হচ্ছে বিশ্বের সব থেকে পাতলা ৭ম প্রজন্মের ইন্টেল কোর আই ৭ প্রসেসর এবং এনভিডিয়া জি ফোর্স এর জিটি এক্স ১০৮০ গ্রাফিক্স সহ গেমিং ল্যাপটপ।
গেমিং নোটবুকটিতে আরও রয়েছে ১৫.৬ ইঞ্চির ডিসপ্লে, একটিভ এইরো ডায়নামিক সিস্টেম- আসুস এর নিজস্ব টেকনোলজির শীতলিকরণ প্রক্রিয়া। নোটবুকটির শীতলিকরণ প্রক্রিয়া অন্য যেকোনো গেমিং নোটবুক থেকে ভিন্ন। নোটবুকটি খোলার সঙ্গে সঙ্গে এর নিচের ভাগে থাকা শীতলিকরণ প্রক্রিয়ার একটি অংশও খুলে পড়ে । ফলে এর বাতাসের প্রবাহ ২০ শতাংশ বাড়িয়ে দেয়।
নোটবুকটি ‘অরা’ আরজিবি সমর্থিত। গেম খেলায় ব্যবহৃত বাটনগুলো নিজের পছন্দ মতন রঙের আলো দিয়ে সাজিয়ে নেয়া যাবে।
আসুস আরওজি সিরিজের নতুন এই নোটবুকটির ওজন ২.২ কেজি ও ১৭.৯ মিলি থেকে ১৬.৯ মিলি পর্যন্ত পাতলা। আরওজি জেফ্রাস ল্যাপটপটিতে থাকছে ৭ম প্রজন্মের ইন্টেল কোর আই ৭ এইচ কিউ প্রসেসর, এনভিডিয়া জি ফোর্স এর জিটি এক্স ১০৮০ গ্রাফিক্স, ২৪ গিগাবাইট র্যাম ও ১ টেরাবাইট হাইপার ড্রাইভ এস এস ডি।
আরওজি জেফ্রাস নামের এ ল্যাপটপের দাম তিন লাখ ১০ হাজার টাকা।
আগামীনিউজ২৪.কম/এসএম
বিষয়সমূহঃTags: আসুস, গেমিং নোটবুক, ল্যাপটপ
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম