ঢাকা শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী নিউজ ডেস্ক
২৬ ডিসেম্বর, ২০১৭ | ১৫:১২

সেন্ট মোরিৎজ আইস ক্রিকেট

আইস ক্রিকেট খেলবেন বিশ্ব তারকারা

tesst

সুন্দরে ভরপুর সুইজারল্যান্ডের বরফে এবার ক্রিকেট খেলবেন বিশ্ব তারকারা। সেন্ট মোরিৎজ আইস ক্রিকেট হবে আগামী বছরের ৮ ও ৯ ফেব্রুয়ারি। এই দুই দিন বরফের উপর ব্যাট-বলের লড়াইয়ে নামবেন শহিদ আফ্রিদি-বিরেন্দার শেবাগ-মাহেলা জয়াবর্ধনে-লাসিথ মালিঙ্গাসহ আরো অনেকেই।

বরফের উপর হলেও ক্রিকেটের স্বাভাবিক নিয়মেই অনুষ্ঠিত হবে একটি টুর্নামেন্ট। প্যাড-থাই প্যাড-গ্লভস-হেলমেট সবই ব্যবহার করতে পারবেন খেলোয়াড়রা। খেলা হবে লাল বলে। আর যেহেতু বরফের উপর খেলা তাই স্পাইকসের পরিবর্তে স্পোর্টস জুতা ব্যবহার করতে হবে সবাইকে।

ফেব্রুয়ারি মাসে সুইজারল্যান্ডে বরফের তাপমাত্রা নেমে যেতে পারে ২০ ডিগ্রি সেলসিয়াসের নিচে। তাই বরফের উপর খেলতে হবে।

দুই দিন বরফের উপর খেলবেন পাকিস্তানের আফ্রিদি-শোয়েব আখতার, ভারতের শেবাগ-মোহাম্মদ কাইফ, শ্রীলঙ্কার মাহেলা জয়াবর্ধনে-লাসিথ মালিঙ্গা, অস্ট্রেলিয়ার মাইকেল হাসি, দক্ষিণ আফ্রিকার গ্রায়েম স্মিথ-জ্যাক ক্যালিস, নিউজিল্যান্ডের ড্যানিয়েল ভেট্টোরি-নাথান ম্যাকালামসহ আরো অনেক বড় তারকা।

দক্ষিণ আফ্রিকার সাবেক অধিনায়ক স্মিথ বলেন, ‘আমি জানি না কেমন খেলা হবে। কিন্তু বিশ্বের সুন্দরতম জায়গায় খেলার জন্য আমরা সবাই মুখিয়ে রয়েছি। আশা করছি এই ইভেন্ট সাফল্য পাবে। বড় বড় তারকাদের সাথে সময়টা উপভোগ্যই হবে।’