ঢাকা শনিবার | ২৩শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সচেতনতা
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বর্জ্য পরিশোধনাগারটি প্রায় ১১ বছর যাবৎ অকেজো হয়ে পড়ে রয়েছে । ফরসু মেশিনগুলো পড়ে আছে । দীর্ঘদিন ধরে বর্জ্য নিষ্কাশন করার মেশিনটি নষ্ট থাকার কারনে এখন সেই বর্জ্য গুলো মেডিকেলের সামনে ফুটপাতের ডাস্টবিনে পড়ে থাকতে দেখা যায় । সে বর্জ্য গুলো আশ পাশের পরিবেশ নষ্ট করছে । এমন কি এই বর্জ্য থেকে মারাক্ত রোগে আক্রান্ত হচ্ছে । প্রতিদিন হাজার হাজার মানুষ দুষিত বর্জ্যের পাশ দিয়ে যাতায়াত করছে । জনস্বার্থে হাসপাতালে কর্তৃপক্ষকে এর ব্যবস্হা নেয়ার জরুরী দরকার তা নাহলে এক পর্যায়ে আশ পাশের জনসাধারন বিভিন্ন রোগে আক্রান্ত হয়ে পড়বে ।
হাসপাতালে কর্মকর্তা ও কর্মচারীরা বলেন, কোটি কোটি টাকার বর্জ্য পরিশোধনাগারের মেশিনটি প্রায় ১১ বছর ধরে নষ্ট হয়ে পড়ে রয়েছে । কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ কোন ব্যবস্হা নিচেছ না । এতে সাধারন মানুষের দূর্ভোগ পোহাতে হচেছ ।
ঢামেক হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী অধ্যাপক ডাঃ কামরুল হাসান এ ব্যাপারে জানান, দীর্ঘদিনের পচা দূর্গন্ধময় গজ ব্যান্ডেসের ভেতরে বিভিন্ন রকম জীবানু থাকে । সে সব জীবানু একজন সুস্হ্য মানুষের দেহে শ্বাস প্রশ্বাসের মাধ্যমে প্রবেশ করে এবং সে মানুষটি বিভিন্ন রোগে আক্রান্ত হতে পারে । এই সব বর্জ্য থেকে যত সম্ভব দূরে থাকা উচিত । তিনি আরও বলেন দুষিত বর্জ্যগুলো রাস্তাঘাটে না ফেলে একটি নির্দিষ্ট স্হানে রাখা দরকার অথবা মেশিনের সাহায্যে নিস্ক্রীয় করতে হবে । তা না হলে মারাত্তক ঝুঁকির মধ্যে থাকতে হবে । মানবদেহের পচা দূর্গন্ধ ব্যান্ডেস সিরিন্স সুস্হ্য মানুষের জন্য ক্ষতিকারক ।
এ ব্যাপারে হাসপাতাল কর্তৃপক্ষের কাছে জানতে চাইলে বলা হয় বর্জ্য নিস্কাশন মেশিনটি দীর্ঘদিন যাবৎ নষ্ট হয়ে আছে । নষ্ট থাকার কারনে হয়তো কর্মচারীরা বর্জ্যগুলো হাসপাতালের সামনে সিটি করপোরেশনের ডাস্টবিনে ফেলে দেয়। এতে সাধারন জনগনের অসুবিধা হয়। যত তাড়াতাড়ি সন্ভব বর্জ্য নিস্কাশন মেশিনটি মেরামত করা দরকার।
বিষয়সমূহঃ
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম