ঢাকা মঙ্গলবার | ৩১শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৬ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
রাজধানীতে বাড়ছে চালের দাম। পর্যাপ্ত মজুদ থাকার পরও সব ধরনের চালে বেড়েছে কেজি প্রতি ২ থেকে ৩ টাকা। দাম বাড়ার জন্য মিল মালিকদের কারসাজিকে দুষছেন ব্যবসায়ীরা। এদিকে, সবজির দাম স্বাভাবিক থাকলেও বেড়েছে কাঁচামরিচের দাম।
নতুন অর্থবছরের শুরুতেই রাজধানীর পাইকারি ও খুচরা বাজারে বেড়েছে চালের দাম।
মোহাম্মাদপুর কৃষি মার্কেটে পাইকারিতে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে ৫১ থেকে ৫২ টাকায়। আর কারওয়ান বাজারে খুচরায় ৫৫ থেকে ৫৬ টাকা। ৮ থেকে ১০ দিন আগে কেজিতে ২ থেকে ৩ টাকা কমে বিক্রি হয় এই চাল। আটাশ চাল ৪২ থেকে ৪৩ টাকায় আর আমদানি করা স্বর্ণা বিক্রি হচ্ছে ৪১ থেকে ৪২ টাকায়।
চালের পর্যাপ্ত মজুদ থাকার পরও দাম বাড়ার জন্য মিল মালিকদের দুষছেন ব্যবসায়ীরা।
এদিকে শাক-সবজির দাম নাগালে থাকলেও অস্বাভাবিক বেড়েছে কাঁচা মরিচের ঝাল। এক কেজি কাঁচামরিচ কিনতে গুনতে হচ্ছে ১০০ টাকারও বেশি।
বিষয়সমূহঃ
পূর্বের সংবাদ
শিরোনাম