ঢাকা সোমবার | ২৫শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আগামী নিউজ ডেস্ক
৮ জুলাই, ২০১৮ | ১৮:৩৫

রাশেদ ফের ১০ দিনের রিমান্ডে

tesst

সরকারি চাকরিতে কোটা সংস্কার আন্দোলনের যুগ্ম আহ্বায়ক মুহাম্মাদ রাশেদ খানের ফের ১০ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রোববার ঢাকার অতিরিক্ত মুখ্য মহানগর হাকিম আসাদুজ্জামান নুর এই রিমান্ড মঞ্জুর করেন।

কোটা সংস্কার নিয়ে ফেসবুক লাইভে প্রধানমন্ত্রী সম্পর্কে মানহানিকর বক্তব্য দেওয়ার অভিযোগে তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির বাসায় ভাংচুরের একটি মামলায় পাঁচদিন করে ১০ দিনের এই রিমান্ড মঞ্জুর করেন আদালত।
মামলার তদন্তকারী কর্মকর্তা উভয় মামলায় ১০ দিন করে ২০ দিনের রিমান্ড আবেদন করেছিলেন। এর আগে গত ২ জুলাই তথ্যপ্রযুক্তি আইনের একটি মামলায় আদালত এ আসামির পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন। ওই রিমান্ড শেষে রোববার আদালতে হাজির করে দুই মামলায় ২০ দিনের রিমান্ড আবেদন করা হয়।

এর আগে গত ১ জুলাই সকালে রাজধানীর শাহবাগ থানায় মামলাটি দায়ের করেন কেন্দ্রীয় ছাত্রলীগের আইন বিষয়ক সম্পাদক আল নাহিয়ান খান জয়। এরপরই রাশেদকে গ্রেফতার করা হয়।

বিষয়সমূহঃ