ঢাকা বুধবার | ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
হানিমুনে গিয়ে মারা গেছেন পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহকারি পরিচালক সায়েদা ফাতেমি ও তার স্বামী। ফাতেমি পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাধারণ কূটনৈতিক শাখায় কর্মরত ছিলেন।
গত ২৯ নভেম্বর তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন। এরপর হানিমুন করতে যান পাকিস্তানের হানজা এলাকায়। সেখানে একটি হোটেল ভাড়া করেন তারা। সেখানে শনিবার (৮ ডিসেম্বর) গ্যাস লাইন লিক হয়ে শ্বাসরুদ্ধ হয়ে মারা যান তারা। তাদের ময়নাতদন্ত সম্পন্ন হয়েছে সিভিল হাসপাতাল হানজা’য়। এতে নিশ্চিত করে বলা হয়েছে, শ্বাসরোধ হয়ে মারা গেছেন তারা। এ খবর দিয়েছে অনলাইন এক্সপ্রেস ট্রিবিউন।
সম্প্রতিই তিনি ফ্রান্স থেকে প্রশিক্ষণ শেষ করেছেন। বিশেষ কূটনৈতিক কোর্সে তিনি ছিলেন একটি পদের অধিকারী।
তাদের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রী শাহ মেহমুদ কুরেশি গভীর দুঃখ প্রকাশ করেছেন। মৃতদের পরিবারের প্রতি তিনি সমবেদনা প্রকাশ করেছেন।
এর আগে একইভাবে পাকিস্তানের মডেল ও সাংবাদিক কুরাতুল আইন আলী খানও একইভাবে দম বন্ধ হয়ে নিজের ফ্ল্যাটে মারা যান। তবে বিশ্বাস করা হয় যে, তিনি আত্মহত্যা করেছেন।
এসএসপি ওমর শাহিদ হামিদ বলেছেন, বাসার কিছু বইয়ে আগুন লেগে তা থেকে শ্বাসরোধ হয়ে মারা গেছেন কুরাতুল আইন। চিকিৎসকরাও নিশ্চিত করেছেন এ কথা।
বিষয়সমূহঃ
পূর্বের সংবাদ
শিরোনাম