ঢাকা রবিবার | ২৪শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আগামী নিউজ ডেস্ক
১৪ ডিসেম্বর, ২০১৭ | ১৪:০৪

‘ডিজিটাল বাংলাদেশকে এগিয়ে নেবে অনলাইন পোর্টাল’

tesst

ঢাকা: দেশের অনলাইন নিউজ পোর্টালগুলো ডিজিটাল বাংলাদেশকে আরও এগিয়ে নেবে বলে মন্তব্য করেছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ডা. দীপু মনি।

দুই দিনব্যাপী জাতীয় অনলাইন গণমাধ্যম সম্মেলনের উদ্বোধনী পর্বে তিনি এ মন্তব্য করেন। রবিবার (১০ ডিসেম্বর) জাতীয় প্রেসক্লাবে এ অনুষ্ঠান হয়। অনলাইন মিডিয়া ফোরাম ও বাংলা ক্লিক এর আয়োজন করে।

ডা. দীপু মনি বলেন, ‘অনলাইন নিউজ পোর্টালগুলো ডিজিটাল বাংলাদেশকে আরও এগিয়ে নিয়ে যাবে। মাননীয় প্রধানমন্ত্রীর ডিজিটাল বাংলাদেশ গড়ার অন্যতম অংশীদার এই অনলাইন পোর্টাল। কাজেই সংশ্লিষ্টদের অত্যন্ত দক্ষতা, নিষ্ঠা ও সততার সঙ্গে পোর্টালগুলো পরিচালনা করতে হবে।’

এ সময় অনলাইন মিডিয়া ওনার্স অ্যাসোসিয়েশনের প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন দীপু মনি।

অনলাইন মিডিয়া ফোরামের প্রধান সমন্বয়কারী শরীফ মোহাম্মদ মাসুমের সঞ্চালনায় অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অনলাইন মিডিয়া ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি ও বিডিনিউজ টুয়েন্টিফোর ডটকমের সিনিয়র এডিটর আমানুল্লাহ কবীর।

সভাপতির বক্তব্যে তিনি বলেন, ‘অন ভয়েস, অন প্ল্যাটফর্ম-লক্ষ্যকে সামনে রেখে দেশের অনলাইন পোর্টালগুলোকে একসঙ্গে কাজ করে যেতে হবে। আমাদের কথা যেন সকলে শোনে সেভাবেই আমাদের পেশাগত দক্ষতা বাড়াতে হবে। পোর্টালগুলোর মান বজায় রাখার পাশাপাশি তাদের বাণিজ্যিক বিষয়গুলোর কথা খেয়াল রাখতে হবে মালিকদের। অর্থনৈতিকভাবে লাভবান না হতে পারলে পোর্টালগুলো এক সময় মুখ থুবড়ে পড়বে।’

অনলাইন মিডিয়া ওনার্স অ্যাসোসিয়েশনের সহসভাপতি ও রাইজিং বিডির প্রতিষ্ঠাতা সম্পাদক উদয় হাকিম বলেন, ‘অনলাইন গণমাধ্যমকে সরকারের পৃষ্ঠপোষকতা দিতে হবে। বিশেষকরে সরকারি বিজ্ঞাপন দিতে হবে। তাহলেই দেশের সব অনলাইন গণমাধ্যম দাঁড়িয়ে যাবে।’

সোমবার স্টেক হোল্ডার ডায়ালগের মধ্য দিয়ে শেষ হয় দুই দিনব্যাপী এই সম্মেলন। বাসসের সিনিয়র রিপোর্টার খায়রুজ্জামান কামালের সভাপতিত্বে এতে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসা অনলাইন পোর্টালের সম্পাদক- প্রকাশকরা অংশগ্রহণ করেন। ঢাকা রিপোর্টার্স ইউনিটির গোলটেবিল মিলনায়তনে অনুষ্ঠিত এই ডায়ালগে স্টেক হোল্ডাররা অনলাইন গণমাধ্যম সেক্টরের নানা সমস্যা ও সম্ভাবনা নিয়ে প্রাণখোলা আলোচনায় অংশ নেন । তারা তাদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।

বিষয়সমূহঃ