ঢাকা সোমবার | ৬ই মে, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৩শে বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী নিউজ ডেস্ক
৭ জানুয়ারি, ২০১৮ | ১৩:১৩

বিডিএইচপিএ’র সভাপতি শাহাদাত সম্পাদক শাকিল

tesst

ঢাকা: স্পিড হোস্ট বিডির শাহাদাত হোসেনকে সভাপতি ও বিডি সফটের শাকিল আরেফিনকে সাধারণ সম্পাদক করে বাংলাদেশ ডোমেইন হোস্টিং প্রোভাইডার অ্যাসোসিয়েশনের (বিডিএইচপিএ) ৯ সদস্যের কমিটি (এডহক ) গঠন করা হয়েছে।

সম্প্রতি সংগঠনের কার্যালয়ে সদস্যদের উপস্থিতিতে সাধারণ সভা হয়। সেখানে সবার মতামতের ভিত্তিতে গঠনতন্ত্র অনুসারে এই কমিটি করা হয় বলে সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

কমিটির অন্য পদগুলোতে আছেন, সহ-সভাপতি মো. সাইদুল ইসলাম (উত্তরা ইনফোটেক), যুগ্ন সাধারণ সম্পাদক জাহিদুল ইসলাম (জাদুকর আইটি), কোষাধ্যক্ষ তুহিন রহমান (পিন পয়েন্ট বিডি), পরিচালক জোবায়ের আলম বিপুল (হোস্ট মাইট), মোহাম্মদ মনিরুজ্জামান (এড্রয়েট এসএসডি), ইউসুফ আল আজাদ (অ্যাজন কোড) ও সাইয়েফ মাহমুদ সাকিব (ইজিটেক)।

আগামীনিউজ২৪.কম/কেএম

বিষয়সমূহঃ