ঢাকা শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আন্তর্জাতিক ডেস্ক
২০ জানুয়ারি, ২০১৮ | ১৬:৩০

যুক্তরাজ্যের প্রথম মুসলিম নারী মন্ত্রী নুস ঘানি

tesst নুস ঘানি— বিবিসি

প্রথমবারের মতো যুক্তরাজ্যের মন্ত্রিসভায় যুক্ত হলেন এক মুসলিম নারী।

ভারতীয় বংশোদ্ভূত নুস ঘানিকে সম্প্রতি প্রধানমন্ত্রী তেরেসা মের মন্ত্রিসভায় পরিবহন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।

বিবিসির এক প্রতিবেদনে বলা হয়েছে, নতুন বছরে তেরেসা মের মন্ত্রিসভার প্রথম রদবদলে ৪৫ বছর বয়সী নুসকে ওই দায়িত্ব দেওয়া হয়।

প্রথম মুসলিম নারী মন্ত্রী হিসেবে নুস শুক্রবার ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে ভাষণ দেন।

নুসের মা, বাবা ছিলেন কাশ্মীরের বাসিন্দা। সেখান থেকে তারা চলে যান ব্রিটেনের বার্মিংহামে। সেখানেই নুসের জন্ম।

হাউস অব কমন্সে প্রথম ভাষণটি দেওয়ার পরপরই টুইট করেন নুস। টুইটে তিনি লেখেন, ‘পরিবহনমন্ত্রী হিসেবে আমার ইনিংস শুরু করলাম। ব্রিটেনের প্রথম মুসলিম নারী মন্ত্রী হিসেবে ইতিহাসও গড়ে ফেললাম।’

ব্রিটিশ পার্লামেন্টের হাউস অব কমন্সে মন্ত্রীরা যেখান থেকে ভাষণ দেন সেই ‘ডিসপ্যাচ বক্স’-এ দাঁড়িয়েই পার্লামেন্টে প্রথম ভাষণটি দেন নুস।

২০১০ সালে প্রথমবারের মতো ব্রিটিশ পার্লামেন্ট নির্বাচনে অংশ নেন নুস। তার ৫ বছর পর, ২০১৫ সালে তিনি ব্রিটিশ পার্লামেন্টে কনজারভেটিভ পার্টির প্রথম মুসলিম নারী এমপি হন।