ঢাকা বুধবার | ২৭শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

বইমেলা প্রতিবেদক
১ ফেব্রুয়ারি, ২০১৮ | ১৮:১৫

গ্রন্থমেলায় রিজভীর দুটি বই

tesst

একুশে গ্রন্থমেলা-২০১৮-তে প্রকাশিত হচ্ছে অভিনেতা, গীতিকার, নাট্যকার ও সাংবাদিক রেজাউর রহমান রিজভীর দুটি বই। বই দুটি হলো- গল্পগ্রন্থ ‘আরেক বসন্তে’ ও গীতিকবিতা ‘আমার গানের খাতা’।

ভিন্ন স্বাদের ৮টি গল্প নিয়ে ‘আরেক বসন্তে’ বইটি সাজানো হয়েছে। দোয়েল প্রকাশনীর এই বইতে প্রেম, বিরহ, অতিপ্রাকৃত ও হাস্যরসাত্মক গল্পের সমারোহ রয়েছে।

অন্যদিকে রিজভীর লেখা ৫০টি প্রকাশিত ও ৬টি প্রকাশিতব্য গানের কথা নিয়ে গ্রন্থ ‘আমার গানের খাতা’। আলোকবর্তিকা প্রকাশনীর এই বইতে প্রতিটি গানের সঙ্গে প্রাসঙ্গিক তথ্য সন্নিবিষ্ট রয়েছে, যা একজন পাঠককে গানের সঙ্গে পরিচিত হতে সাহায্য করবে।

বই দুটি গ্রন্থমেলায় দোয়েল প্রকাশনীর ২৯৯ নং স্টলে মেলার ২য় সপ্তাহ থেকে পাওয়া যাবে বলে দোয়েল প্রকাশনীর তাপস কর্মকার জানিয়েছেন।

বিষয়সমূহঃ