ঢাকা বুধবার | ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী নিউজ
২৮ নভেম্বর, ২০১৭ | ০৬:০৬

বানশালীর ‘পদ্মাবতী’র সমর্থনে ‘ব্লাকআউট’

tesst

বলিউড পরিচালক সঞ্চয় লীলা বানশালীর নির্মিত ‘পদ্মাবতী’র পাশে দাঁড়াতে ব্ল্যাকআউট করার সিদ্ধান্ত নিয়েছে বলিউডের সিনেমা ও টেলিভিশন পরিচালকরা।

রোববার ১৫ মিনিটের জন্য ওই ‘ব্ল্যাকআউট’-এর ডাক দিয়েছে ‘ইন্ডিয়ান ফিল্ম অ্যান্ড টিভি ডিরেক্টর্‌স অ্যাসোসিয়েশন’সহ (আইএফটিডিএ) ২০টি সংগঠন।

এর ফলে রোববার দেশ জুড়ে কোথাও শুটিংয়ের কোনও কাজই হবে না। এমনকী, স্টুডিওগুলির শুটিং ফ্লোরেও নিভিয়ে রাখা হবে আলো।

আইএফটিডিএ’র তরফে অশোক পণ্ডিত বলেন, ‘পদ্মাবতী এবং সঞ্জয় লীলা বানশালীর পাশে দাঁড়াতেই এই প্রতিবাদ। যে কোনও সৃষ্টিশীল মানুষেরই নিজের মতো করে গল্প বলার স্বাধীনতা আছে। সঞ্জয় অত্যন্ত দায়িত্বশীল পরিচালক৷ তিনি জেনে-বুঝেই কোনও সিনেমা তৈরি করেন৷’

‘পদ্মাবতীর’ কাজ যখন থেকে শুরু হয়েছে, প্রায় তবে থেকেই রাজপুতদের একটা অংশ প্রতিবাদে নেমেছে। সঞ্জয়ের দাবি ছিল, সম্পূর্ণ তথ্য না জেনেই বিক্ষোভ দেখানো হচ্ছে। ব্যক্তিগত স্তরেও আক্রমণের মুখে পড়েছেন ছবির কুশীলবরা। এমনকী তাদের প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে। হুমকি-হুঁশিয়ারি যারা দিচ্ছেন তার মধ্যে বিজেপির নেতানেত্রীরাও রয়েছেন।

আইএফটিডিএর মতে, এ ধরনের পরিস্থিতি বদল হওয়া উচিত। বেশির ভাগ সময়ই কিছু সৃষ্টিশীল কাজের জন্য তার পরিচালক-অভিনেতা-অভিনেত্রীদের কাঠগড়ায় দাঁড় করানো হয়৷ সরকারও অনেক সময় তাদের পাশে দাঁড়ায় না বলেও অভিযোগ করেন পণ্ডিত৷

তার মতে, গ্ল্যামার জগতকে তুচ্ছ-তাচ্ছিল্য করে দেখাটা স্বভাবে দাঁড়িয়ে গিয়েছে৷ এ সবের বিরুদ্ধে এই ভাবেই অহিংস প্রতিবাদ চালিয়ে যাওয়া হবে বলে জানান আইএফটিডিএর ওই সদস্য৷সূত্র: ইন্ডিয়া টু