ঢাকা শনিবার | ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী নিউজ ডেস্ক
৫ জুন, ২০১৮ | ২২:২২

ইয়ুথ জার্নালিস্টস ফোরামের ইফতার

tesst

ঢাকা: দেশের তরুণ সাংবাদিকদের বৃহত্তম সংগঠন ইয়ুথ জার্নালিস্টস ফোরাম বাংলাদেশের (ওয়াইজেএফবি) ইফতার মাহফিল মঙ্গলবার রাজধানীতে বাংলাদেশ প্রেস কাউন্সিল মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। ইফতারপূর্ব সংক্ষিপ্ত আলোচনায় সভাপতিত্ব করেন ওয়াইজেএফবি’র সভাপতি তানভীর আলাদিন। প্রধান অতিথি ছিলেন এনআরবি গ্লোবাল ব্যাংকের চেয়ারম্যান নিজাম চৌধুরী।

বিশেষ অতিথি ছিলেন- ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সভাপতি আবু জাফর সূর্য ও সাধারণ সম্পাদক সোহেল হায়দার চৌধুরী, ওয়াইজেএফবি’র উপদেষ্টা সিনিয়র সাংবাদিক মো. আইয়ুব ভুঁইয়া, যমুনা অয়েল লিমিটেডের পরিচালক সাইফুদ্দিন নাসির, ল’ইয়ার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ল্যাব) সভাপতি অ্যাডভোকেট কাজী ওয়ালীউদ্দিন ফয়সল, বাংলাদেশ সংবাদ সংস্থার (বাসস) উপপ্রধান বার্তা সম্পাদক রুহুল গনি সরকার জ্যোতি ও আবাবিল হজ্ব গ্রুপের চেয়ারম্যান আবু ইউসুফ।

স্বাগত বক্তব্য দেন ওয়াইজেএফবি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন কাদের। মোনাজাত পরিচালনা করেন সাংগঠনিক সম্পাদক জাওহার ইকবাল খান।

অন্যদের মধ্যে ছিলেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) সাবেক সাংগঠনিক সম্পাদক শাহজাহান মিঞা ও সাবেক কোষাধ্যক্ষ জহিরুল হক রানা, সিনিয়র সাংবাদিক রফিক আলম, ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাধারণ সম্পাদক সাহাদাৎ রানা। এছাড়াও ঢাকা সাব-এডিটরস কাউন্সিলের সাবেক সভাপতি নাসিমা আক্তার সোমা, সাবেক সাধারণ সম্পাদক সুমন ইসলাম, সাবেক সাধারন সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক কোষাধ্যক্ষ খায়রুল আলম ও সাবেক সাংগঠনিক সম্পাদক জাকির হোসেন ইমন প্রমুখ উপস্থিত ছিলেন।

ইয়ুথ জার্নালিস্টস ফোরামের কেন্দ্রীয় কমিটির নেতৃবৃন্দের মধ্যে সহসভাপতি- আবদুল্লাহ আল মাহমুদ মীম, নার্গিস কবির লিন্ডা ও মহসিন বেপারি, কোষাধ্যক্ষ এ.কে. আজাদ, যুগ্ম-সম্পাদক মুক্তাদির অনিক, প্রচার সম্পাদক এম. জহিরুল ইসলাম, দপ্তর সম্পাদক কাজী মুস্তাফিজ, আইন বিষয়ক সম্পাদক মাসুম আহাম্মদ, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. গোলাম রাব্বানী, আহসান হাবিব রিপন, রাশিম মোল্লা, জাফর সেলিম, শেখ মো. শিমুল, আরিফুর রহমান, সুফি ইমরান, তাসলিমা পারভীন, নির্মল কুমার বর্মন, আলম শামস, রফিক ইসলাম প্রমুখ।

এছাড়াও সংগঠনের জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, মুন্সিগঞ্জ, নারায়নগঞ্জ ও সুনামগঞ্জ জেলা কমিটির নেতৃবৃন্দ ইফতার মাহফিলে অংশ নেন।

বিষয়সমূহঃ