ঢাকা শুক্রবার | ১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৯শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

গোপালগঞ্জ প্রতিনিধি
৮ ফেব্রুয়ারি, ২০১৮ | ১৬:০২

গোপালগঞ্জে বাস চাপায় ৩ জন নিহত

tesst

গোপালগঞ্জে বাস চাপায় ৩ জন নিহত ও ৭ জন আহত হয়েছেন।

আজ বৃহস্পতিবার দুপুরে সদর উপজেলার কাঠি এলাকায় এ দুর্ঘটনাটি ঘটে।

গোপালগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা গোলাম ফারুক জানান,’মায়ের দোয়া’ নামের একটি যাত্রীবাহী বাস কোটালীপাড়া থেকে গোপালগঞ্জ আসার পথে দত্তডাঙ্গা এলাকায় দুই পথচারীকে চাপা দেয়। এসময় বাসটি পালিয়ে যাওয়ার সময় কাঠি এলাকায় পরপর ৩টি ভ্যানে ধাক্কা দেয়। এতে দুইজন নিহত ও ৭ জন আহত হন।

ঘটনার প্রতিবাদে উত্তেজিত জনতা সড়কে ব্যারিকেট দিয়ে বাসে অগ্নিসংযোগ করেন।এ সময় সড়কের দু পাশে অসংখ্য যানবাহন আটকা পড়ে। দুপুর দেড় টার দিকে পুলিশের হস্তক্ষেপে উত্তেজিত জনতা সড়ক থেকে অবরোধ তুলে নেয়।

নিহতরা হলেন গোপালগঞ্জ সদর উপজেলার কাঠি গ্রামের মাজেদ মোল্লার ছেলে ভ্যান চালক আবুল কালাম মোল্লা (৪৫), খানারপাড় গ্রামের জামাত মোল্লার ছেলে আল আমীন (৫০) ও একই উপজেলার গোলাবাড়িয়া গ্রামের হামিম। আহতদের গোপালগঞ্জ এবং কোটালীপাড়া উপজেলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বিষয়সমূহঃTags: