ঢাকা সোমবার | ৩০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
একাদশ জাতীয় সংসদ নির্বাচন এক মাস পেছানোর জাতীয় ঐক্যফ্রন্টের দাবি নাকচ করে দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এ বিষয়ে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ বলেছেন, জানুয়ারিতে আইনি ও সাংবিধানিক কিছু বিষয় রয়েছে। ঐক্যফ্যন্টের দাবির চুলচেরা বিশ্লেষণ ও পর্যালোচনা করে কমিশন সিদ্ধান্ত দিয়েছে, ৩০ ডিসেম্বরের ভোট পেছানোর আর কোনো সুযোগ নেই।
বৃহস্পতিবার কমিশনের আলোচনার পর এ সিদ্ধান্তের কথা সাংবাদিকদের জানান তিনি। এদিন সকালে প্রধান নির্বাচন কমিশনার কে এম নূরুল হুদা এবং চার নির্বাচন কমিশনারের বৈঠকে এ সিদ্ধান্ত হয় বলে জানান ইসি সচিব।
নির্বাচন কমিশন ২৩ ডিসেম্বর ভোটের তারিখ নির্ধারণ করে প্রথম দফার তফসিল ঘোষণা করে। নির্বাচন এক মাস পেছানোর ঐক্যফ্রন্টের দাবির পরিপ্রেক্ষিতে এরপর ৩০ ডিসেম্বর ভোটের তারিখ ঠিক করে পুনঃতফসিল দেয় ইসি। তাতেও আপত্তি জানায় বিএনপি ও তাদের শরিকরা।
এরপর ঐক্যফ্রন্টের প্রতিনিধিরা বুধবার বিকেলে আগারগাঁওয়ের নির্বাচন ভবনে সিইসি ও অন্য নির্বাচন কমিশনারদের সঙ্গে বৈঠক করেন। সেখানে তারা ভোটের তারিখ একমাস পেছানোর দাবি জানান।
বিষয়সমূহঃ
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম