ঢাকা বুধবার | ২৩শে অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই কার্তিক, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী নিউজ ডেস্ক
২ জুলাই, ২০১৮ | ১৫:১২

পাইকারি বাজারে বেড়েছে ভারতীয় পেঁয়াজের দাম

tesst

এক সপ্তাহের ব্যবধানে হিলি স্থলবন্দরের পাইকারি বাজারে কেজিতে ১০ টাকা পর্যন্ত বেড়েছে ভারতীয় পেঁয়াজের দাম।

ব্যবসায়ীরা বলছেন, ভারতের মোকামে পেঁয়াজের আমদানি কমে যাওয়ায় দাম বাড়িয়েছে সে দেশের রপ্তানিকারকেরা। যার বিরূপ প্রভাব পড়েছে দেশীয় বাজারে। হিলি কাস্টমস সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে ভারতীয় ২১৮টি ট্রাকে ৪ হাজার ৬১৮ মেট্রিক টন পেঁয়াজ আমদানি হয়েছে হিলি স্থলবন্দর দিয়ে। তবে, হঠাৎ করেই দাম বেড়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পাইকাররা। শিগগিরই এ সমস্যার সমাধান চান তারা।

ব্যবসায়ীরা জানান, গত বৃহস্পতিবার ১৮ থেকে ২০ টাকায় পেঁয়াজ কিনেছি, আজকে কিনলাম ২৪ টাকা। প্রতিকেজিতে ৫ থেকে ৬ টাকা বেড়েছে। আজকে মাত্র এক গাড়ি পেঁয়াজ কিনেছি।

বিষয়সমূহঃ