ঢাকা বৃহস্পতিবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ
ঢাকা: রাজশাহী, সিলেট ও বরিশাল সিটি করপোরেশন নির্বাচন আগামী ৩০ জুলাই (সোমবার) অনুষ্ঠিত হবে।
মঙ্গলবার (২৯ মে) নির্বাচন কমিশন ভবনে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কেএম নূরুল হুদা সংবাদ সম্মেলনে এ তফসিল ঘোষণা করেন।
সিইসি বলেন, তিন সিটির তফসিল আজকে ঘোষণা করা হলেও এর কার্যক্রম শুরু হবে ১৩ জুন থেকে। মনোনয়নপত্র দাখিলের শেষ সময় ২৮ জুন। আপিল ও আপত্তি জানানো যাবে ৩ থেকে ৫ জুলাই। ১ ও ২ জুলাই যাচাই-বাছাই হবে এবং প্রত্যাহারের শেষ সময় ৯ জুলাই। প্রতীক বরাদ্দ হবে ১০ জুলাই।
তিন সিটি নির্বাচনে এমপিরা প্রচারের সুযোগ পাবে কিনা- এমন প্রশ্নের জবাবে সিইসি বলেন, আচরণবিধি এখনো সংশোধন হয়নি। সংশোধন হলে তখন বলা যাবে।
কে এম নুরুল হুদা বলেন, স্থানীয় এমপিরা প্রচারে অংশ নিতে পারবেন না। তবে, অন্য এমপিরা পারবেন।
বিষয়সমূহঃ
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম