বিশেষ প্রতিবেদক: শিক্ষকবন্ধু আইনজীবী হিসেবে খ্যাত অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়ার শুভ জন্মদিন আজ। ১"/> বিশেষ প্রতিবেদক: শিক্ষকবন্ধু আইনজীবী হিসেবে খ্যাত অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়ার শুভ জন্মদিন আজ। ১" /> শুভ জন্মদিন: শিক্ষকবন্ধু আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া – Agami News | 24 HOURS NEWS PORTAL OF BANGLADESH

ঢাকা মঙ্গলবার | ১৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই চৈত্র, ১৪৩০ বঙ্গাব্দ

আগামী নিউজ ডেস্ক
৩১ ডিসেম্বর, ২০১৮ | ২২:১৫

শুভ জন্মদিন: শিক্ষকবন্ধু আইনজীবী ছিদ্দিক উল্লাহ মিয়া

tesst

বিশেষ প্রতিবেদক: শিক্ষকবন্ধু আইনজীবী হিসেবে খ্যাত অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহ মিয়ার শুভ জন্মদিন আজ। ১ জানুয়ারি ভোলার চরফ্যাশন উপজেলায় জন্মগ্রহণ করেন তিনি। দেশের সর্বোচ্চ আদালত বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট এই আইনজীবী নানাভাবে বঞ্চিত হাজারো শিক্ষককে আইনি সহায়তা দিয়ে ইতিমধ্যেই ব্যাপক সুনাম কুড়িয়েছেন। খ্যাতি পেয়েছেন শিক্ষক বন্ধু আইনজীবী হিসেবে। সারা দেশে প্রাথমিক বিদ্যালয়ে প্যানেল শিক্ষকদের পক্ষে আইনি লড়াই করে অনেক আশাহত তরুণের স্বপ্নপূরণে সহায়তা করেন তিনি। তার প্রচেষ্টায় উচ্চ আদালতের রায়ে চাকরি জাতীয়করণ হয় প্রায় ৩২ হাজার প্যানেল শিক্ষকের। দেশের সকল গণমাধ্যমে ফলাও করে প্রচার হয় সে খবর। টেকনাফ থেকে তেতুলিয়া পর্যন্ত সফল আইনজীবী হিসেবে ছড়িয়ে পড়ে অ্যাডভোকেট ছিদ্দিক উল্লাহর নাম। দেশের বিভিন্ন প্রান্ত থেকে চাকরি সংক্রান্ত আরো শত শত মামলা আসতে থাকে তার কাছে। কম খরচে উচ্চ আদালতে আইনি লড়াই করে হাজারো তরুণের ভাগ্য গড়ে দেন তিনি। দেশের লাখো মানুষের কাছে পরিচিতি পান শিক্ষক বন্ধু আইনজীবী হিসেবে। কাজ করছেন অনেক অস্বচ্ছল গরীব বিচার প্রার্থীর জন্যও। হাজারো শিক্ষকসহ অসংখ্য বেকার যুবকের চাকরির পক্ষে লড়ছেন বিরামহীন। এরপক্ষে রায়ও পেয়েছেন। এরমধ্যে বেসরকারি কলেজে অনার্স শিক্ষকদের এমপিও মামলা, ডিগ্রি তৃতীয় কোটার এমপিও মামলা, ১৩-১১-১১ প্রজ্ঞাপনের এমপিও মামলা,এনটিআরসিএ শিক্ষকদের মামলা,৬ মাস কম্পিউটার কোর্সের শিক্ষক-প্রভাষকদের মামলা এবং জাতীয়করণ থেকে বাদপড়া প্রধান শিক্ষক ও অন্যান্য শিক্ষকদের মামলা, টেকশিয়ান, নন এমপিও শিক্ষকদের এমপিও,একটি বাড়ি একটি খামার, উপজেলা উদ্যোক্তাসহ অসংখ্য বিচার প্রার্থীর পক্ষে মামলা পরিচালনা করেন এই আইনজীবী। শিক্ষকবন্ধু এই আইনজীবীর জন্মদিনে তার দীর্ঘায়ু কামনা করে শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষক সমাজসহ অসংখ্যা মামলার ফলাফল পাওয়া বিচার প্রার্থী ও শুভাকাক্সক্ষীরা। জন্মদিনে আইনজীবী মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া জানান, মানবতার জন্য শেষ জীবন পর্যন্ত কাজ করে যেতে চান আদালতের আঙ্গিনায়।##

বিষয়সমূহঃ