ঢাকা শুক্রবার | ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

বিশেষ প্রতিবেদক
৭ এপ্রিল, ২০১৮ | ১৭:৩৪

আওয়ামী লীগের বিএনপিকে ভাঙার কোনো প্রয়াস নেই : কামরুল

tesst

বিএনপি ভেঙে গেল আওয়ামী লীগের এ ব্যাপারে কিছু করার নেই বলে মন্তব্য করেছেন খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম।

শনিবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে ‘স্বাধীনতা পরিষদ’ আয়োজিত এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন।

খাদ্যমন্ত্রী বলেন, বিএনপির অভিযোগ সরকার বা আওয়ামী লীগ বিএনপিকে ভাঙার চেষ্টা করছে। সরকার বা আওয়ামী লীগের বিএনপিকে ভাঙার কোনো প্রয়াস নেই।

তিনি বলেন, আপনাদের (বিএনপি) শুভবুদ্ধিসম্পন্ন নেতারা একজন ফেরারী আসামির নেতৃত্ব মানতে চায় না, তাকে ঘৃণাভরে দেখেন। এই ঘৃণা করার কারণে যদি বিএনপি ভাঙে, ভাঙতে পারে। আমাদের কিছু করার নেই।

কামরুল ইসলাম বলেন, আপনাদের নেত্রী খালেদা জিয়া কারাগারে আছেন। আজকে যার নেতৃত্বে দল চলছে (তারেক রহমান), তিনি একজন ফেরারি আসামি।

তিনি আরও বলেন, একজন রাজনৈতিক নেত্রী হিসেবে, দুইবারের প্রধানমন্ত্রী হিসেবে সরকার খালেদা জিয়ার স্বাস্থ্যের ব্যাপারে কারাবিধি অনুযায়ী সব সুযোগ-সুবিধার ব্যবস্থা করেছে।

বিষয়সমূহঃ