ঢাকা রবিবার | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী নিউজ ডেস্ক
৯ এপ্রিল, ২০১৮ | ১১:০১

আন্দোলনকারীদের সাথে বসবেন ওবায়দুল কাদের

tesst

কোটা সংস্কার আন্দোলনে থেমে থেমে ধাওয়া-পাল্টা ধাওয়া চলে রোববার গভীর রাত পর্যন্ত। আজ সোমবার আন্দোলনকারীদের সঙ্গে বসার কথা রয়েছে ওবায়দুল কাদেরের।

রোববার রাত দেড়টার দিকে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক ঘটনাস্থলে গিয়ে আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন। পরে তিনি সাংবাদিকদের বলেন, আন্দোলনকারী শিক্ষার্থীদের নিজ নিজ শিক্ষাঙ্গন ও হলে ফিরে যেতে অনুরোধ করা হয়েছে। সোমবার বেলা ১১টায় দলের সাধারণ সম্পাদক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের কোটা সমস্যা নিয়ে আন্দোলনকারী শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসবেন।

নানক বলেন, তিনি সরকারের পক্ষ থেকে এখানে এসেছেন। প্রধানমন্ত্রী পুরো ঘটনা অবগত। আন্দোলনকারীদের মধ্যে যাদের আটক করা হয়েছে, এরই মধ্যে তাদের ছেড়ে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

বিষয়সমূহঃ