ঢাকা মঙ্গলবার | ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের গায়ানায় তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে আছে বাংলাদেশ। বৃহ:পতিবার (২৬ জুলাই) সিরিজের দ্বিতীয় ম্যাচে একই ভেন্যুতে সিরিজ জয়ের দারুণ সুযোগ বাংলাদেশের সামনে।
ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম ম্যাচে ৯৭ রানের দারুণ এক ইনিংস খেলেন বাংলাদেশ অলরাউন্ডার সাকিব আল হাসান। তিনি মনে করেন, গায়ানা বাংলাদেশের জন্য সিরিজ জয়ের সেরা সুযোগ। তার কারণও অবশ্য জানিয়েছেন সাকিব আল হাসান।
তিনি বলেন, ‘গায়ানা অনেকটা বাংলাদেশের মতো। গায়ানার উইকেট এবং মাটি দেখলে তা অনেকটা বোঝা যাবে। এটা আমাদের সিরিজ জয়ের জন্য খুব ইতিবাচক ব্যাপার। আমরা সামনের ম্যাচ খেলার জন্য মুখিয়ে আছি।’
দ্বিতীয় ওয়ানডে ম্যাচকে সামনে রেখে সাকিব বলেন, ‘গায়ানা আমাদের সিরিজ জয়ের জন্য সেরা সুযোগ। ওয়েস্ট ইন্ডিজের একমাত্র মাঠ এটি যেখানে বল ভালো স্পিন করে। আর এখানে আমাদের রেকর্ডটাও ভালো।’
ওয়েস্ট ইন্ডিজে সফরের শুরুটা বাংলাদেশের জন্য মোটেও ভালো হয়নি। দুই ম্যাচের টেস্ট সিরিজে লজ্জার হারের স্বাদ পায় টাইগাররা। কিন্তু ওয়ানডে সিরিজের শুরুতে অন্য এক বাংলাদেশকে দেখা গেছে। ওয়ানডে ম্যাচে প্রথমে উইকেট হারিয়ে বাংলাদেশ চাপে পড়ে গেলেও সাকিব-তামিমের রেকর্ড জুঁটিতে সহজ জয় নিশ্চিত করে বাংলাদেশ। ব্যাটিং এবং বোলিং দুই বিভাগেই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেরা ফর্মে ছিল টাইগাররা।
গায়ানায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে বাংলাদেশ সিরিজ জয়ের লক্ষ্য নিয়েই মাঠে নামবে বলে জানিয়েছেন সাকিব আল হাসান। কারণ তিনি মনে করেন, দ্বিতীয় ম্যাচে নিজেদের সামনে থাকা জয়ের সুযোগ নিতে না পারলে শেষ ম্যাচে জিতে সিরিজ জয় কঠিন হয়ে পড়বে।
সাকিব বলেন, ‘আমরা দ্বিতীয় ম্যাচেই সিরিজ জয়ের কাজটা করে রাখতে চাই। তবে আমাদের মাথায় রাখতে হবে তারা ঘুরে দাঁড়ানোর জন্য উঠে পড়ে লাগবে।’
বুধবার দিবাগত রাত সাড়ে ১২টায় সিরিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
বিষয়সমূহঃ
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম