ঢাকা বৃহস্পতিবার | ২১শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৬ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
চলতি বছর জাতীয় পর্যায়ে ব্যক্তিগত শ্রেণিতে জনপ্রশাসন পদক পেলেন জননিরাপত্তা বিভাগের সিনিয়র সহকারী সচিব কামরুল আহসান তালুকদার।
রাজধানীর ওসমানী মিলনায়তনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সোমবার কামরুল আহসান তালুকদারের হাতে ২০১৮ সালের পদক ও সম্মাননা স্মারক তুলে দেন।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কামরুল আহসান তালুকদার ময়মনসিংহের ভালুকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা পদে থাকাকালে ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ চর্চার মাধ্যমে নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের চেতনা বিস্তারের উদ্যোগ গ্রহণ করায় তাকে ২০১৮ সালের জনপ্রশাসন পদক ও সম্মাননা স্মারক প্রদান করা হয়।
কামরুল আহসান তালুকদার বলেন, স্বাধীনতার অমোঘ মন্ত্র হচ্ছে- ১৯৭১ সালের বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণ। গতবছর ভালুকার চারশতাধিক শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীর মধ্যে ভাষণটি সিডি ও লিখিতভাবে বিতরণ করা হয়। এর মাধ্যমে প্রায় একলাখ শিক্ষার্থীকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে সক্ষম হয়েছিলাম।
বিষয়সমূহঃ
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম