ঢাকা শনিবার | ২৭শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৪ই বৈশাখ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী নিউজ
৭ ফেব্রুয়ারি, ২০১৮ | ১৮:৫০

ভিআইপি লেনের প্রস্তাব প্রত্যাহারের আহ্বান সুজনের

tesst

ভিআইপিদের (গুরুত্বপূর্ণ ব্যক্তি) চলাচলের সুবিধার্থে রাজধানীতে আলাদা লেন তৈরির প্রস্তাবের সমালোচনা করেছে সুশাসনের জন্য নাগরিক (সুজন)। মন্ত্রিপরিষদ বিভাগের এ প্রস্তাব অবিলম্বে প্রত্যাহার করে এ সংক্রান্ত কোনো বিধি প্রণয়ন থেকে বিরত থাকতে সংশ্লিষ্ট সব পক্ষের প্রতি আহ্বান জানিয়েছে সুজন। বুধবার গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সুজন এ আহ্বান জানিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ‘ভিআইপিদের চলাচলে রাজধানীতে আলাদা লেন করার প্রস্তাব অসাংবিধানিক ও বৈষম্যমূলক বলে আমরা মনে করি। এ ধরনের প্রস্তাব সংবিধানের সুস্পষ্ট লঙ্ঘন, বৈষম্যমূলক ও ক্ষমতার চূড়ান্ত অপব্যবহারের শামিল। এ প্রস্তাব সংবিধানে বর্ণিত-সুযোগের সমতা, আইনের দৃষ্টিতে সমতা এবং ধর্ম, গোষ্ঠী প্রভৃতি কারণে কোনো নাগরিকের প্রতি রাষ্ট্রের বৈষম্য প্রদর্শন না করার মহান নীতিগুলোর লঙ্ঘন। বস্তুত একটি গণতান্ত্রিক রাষ্ট্রে কোনো নাগরিকের ভিআইপি হওয়ার সুযোগ নেই।’

এতে বলা হয়, ‘পত্রিকা মারফত আমরা জানতে পেরেছি যে, তীব্র যানজট থেকে রেহাই পেতে এবার সরকারের অতি গুরুত্বপূর্ণ ব্যক্তি (ভিআইপি) ও সেবা সংস্থার গাড়ির জন্য ঢাকার সড়কে আলাদা ও সংরক্ষিত লেন রাখার প্রস্তাব করেছে মন্ত্রিপরিষদ বিভাগ। সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগে পাঠানো প্রস্তাবটির ওপর এখন মতামত তৈরি করছে ঢাকা যানবাহন সমন্বয় কর্তৃপক্ষ (ডিটিসিএ)।’

বিবৃতিতে আরও বলা হয়- ‘আমরা মনে করি, আলাদা লেন করে ভিআইপি ও আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ কোনো বিশেষ মহলকে অসাংবিধানিক ও অনৈতিক সুবিধা প্রদানের উদ্যোগ গণতান্ত্রিক চর্চার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ নয়। সরকার এ ধরনের অনিয়মকে কোনোভাবেই উৎসাহিত করবে না বলেই আমরা বিশ্বাস করি। যে কোনো প্রকার অন্যায্য ও আইনবহির্ভূত আচরণের কারণে অসাংবিধানিক ও বৈষম্যমূলক নিয়ম চালু করা গ্রহণযোগ্য হবে না। এ ধরনের প্রস্তাব ক্ষমতাশালীদের অনৈতিক আচরণে উৎসাহিত করার পাশাপাশি ট্রাফিক ব্যবস্থাপনায় চ্যালেঞ্জ ও জনদুর্ভোগ বৃদ্ধি করবে বলেও আমরা মনে করি।’

উল্লেখ্য, ঢাকায় ভিআইপি ও জরুরি সেবা দেয়া সংস্থার গাড়ি চলাচলে আলাদা লেন করার জন্য সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়কে সম্প্রতি প্রস্তাব দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। সোমবার (৫ জানুয়ারি) সচিবালয়ে মন্ত্রিসভা বৈঠকের ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম এ তথ্য জানান।

বিষয়সমূহঃ