ঢাকা শুক্রবার | ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী নিউজ ডেস্ক
৫ এপ্রিল, ২০১৮ | ২৩:৪৯

লিজেন্ড অফ রূপগঞ্জকে হারিয়ে চ্যাম্পিয়ন আবাহনী

tesst

এবারের ঢাকা প্রিমিয়ার লীগটা বেশ জমজমাটি ছিল বলা চলে। ম্যাচ শেষ হওয়ার আগেই চ্যাম্পিয়ন হয়ে গেল মাশরাফি, নাসিরের আবাহনী।

সমীকরণটা এমন ছিল যে, আবাহনী শেষ ম্যাচে জিতলেই চ্যাম্পিয়ন। আরও একটা সমীকরণ ছিল, শেখ জামাল শেষ ম্যাচে খেলাঘরের কাছে হারলে আর আবাহনীর লিজেন্ড অফ রূপগঞ্জের বিপক্ষে জিতে গেলেও শিরোপা পাবে আকাশি হলুদ শিবির।তখন আবাহনী আর রূপগঞ্জের পয়েন্ট সমান (১৬ ম্যাচে ২২) হয়ে গেলেও নেট রান রেটে অনেক দূর এগিয়ে থাকা আবাহনী হবে চ্যাম্পিয়ন।

আজ (বৃহস্পতিবার) দুপুরে শেরে বাংলায় খেলাঘরের কাছে শেখ জামাল ৪ উইকেটে হেরে যাওয়াতে আবাহনী আগেই চ্যাম্পিয়ন হয়ে গেছে।। যদিও নাসির, মাশরাফি, শান্তদের দল বিকেএসপিতে নাঈম, মুশফিকদের রূপগঞ্জের বিপক্ষে শান্ত আর নাসিরের জোড়া শতক ও মাশরাফির ৮ বলে ২৮ রানের ঝড় ইনিংস এর ফলে ৩৭৪ রানের হিমালয় সমান স্কোর গড়ে ।। ৩৭৫ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে দলীয় ৪১ রানে আব্দুল মাজিদ ও অভিষেক মিত্র ফিরে যাওয়ার পর মোহাম্মদ নাইম ও মুশফিকুর রহিমের জুটিতে লড়াইয়ের আভাস দেয় লিজেন্ডস অফ রুপগঞ্জ ।। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ খেলে আসা মোহাম্মদ নাইম চালিয়ে খেলছিলেন।। ১৮ বছর বয়সী নাইম ফেরেন ৫৪ বলে ৭০ রান করে।। মুশফিকুর রহিম আউট হন ৬৬ বলে ৬৭ রান করে এরপর অধিনায়ক নাইম ইসলাম চেষ্টা করেন কিছুক্ষণ ৬৮ বলে ৭৬ রান তুলে আভাস দিয়েছিলেন লড়াইয়ের।কিন্তু শেষ ৫ উইকেট মাত্র ২৯ রানে হারিয়ে লড়াইটা করতে পারেনি রুপগঞ্জ।। এতে করে লিজেন্ড অফ রূপগঞ্জ ২৮০ রানে থেমে যায় ফলে ৯৪ রানে হারিয়ে ১৯ তম বারের মত চ্যাম্পিয়ন হয় আবাহনী।। ম্যাচ সেরা হয় নাসির হোসেন ।।

সংক্ষিপ্ত স্কোর

আবাহনী: ৫০ ওভারে ৩৭৪/৬ (এনামুল ৫৭, শান্ত ১১৩, বিহারি ৬, মিঠুন ১, নাসির ১২৯, মোসাদ্দেক ১৯*, মিরাজ ৭, মাশরাফি ২৮*; শহিদ ২/৮১, আশিকুজ্জামান ০/৬৮, রসুল ৩/৪২, আসিফ ১/৯৩, মোশাররফ ০/৫৩, নাঈম ইসলাম ০/৩২)।।

রূপগঞ্জ: ৪২.৪ ওভারে ২৮০ (মজিদ ০, মোহাম্মদ নাঈম ৭০, অভিষেক ১৩, মুশফিক ৬৭, নাঈম ইসলাম ৭৬, রসুল ২৯, নাজমুল মিলন ৭, মোশাররফ ৭, শহিদ ০, আশিকুজ্জামান ০*, আসিফ ০; মিরাজ ২/২৯, মাশরাফি ১/৩০, সানজামুল ২/৬২, সন্দ্বিপ ২/৫৩, নাসির ২/৬৭, সাকলাইন ০/৩৭)।।

ফল: আবাহনী ৯৪ রানে জয়ী 

ম্যান অব দা ম্যাচ: নাসির হোসেন 

বিষয়সমূহঃ