ঢাকা শুক্রবার | ২০শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ একজন নিহত হয়েছেন।
বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে কাঞ্চন ব্রিজের পশ্চিমপাড় এলাকায় বন্দুকযুদ্ধে এ ঘটনা ঘটে।
নিহত শরীফ মিয়া (৩৫) ডাকাত দলের সদস্য বলে পুলিশ জানিয়েছে।
জেলা গোয়েন্দা পুলিশের এসআই মফিজুল ইসলাম জানান, ভোরে ওই সড়কের চৌরাস্তা এলাকায় প্রায় ১০ জনের একদল ডাকাত একটি ট্রাকে ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে অভিযান চালায়। ডাকাতরা পুলিশ দেখে গুলি ছোড়ে। পুলিশ পাল্টা গুলি করলে ডাকাত শরীফ মিয়া ঘটনাস্থলেই মারা যান।
তিনি আরও জানান, ঘটনাস্থল থেকে আলামিন ও আনিস নামে দুইজনকে আটক করা হয়েছে। অভিযানে চারটি গুলিসহ একটি বিদেশি পিস্তল, একটি চাপাতি ও একটি ছোরা উদ্ধার করা হয়েছে।
বিষয়সমূহঃTags: বন্দুকযুদ্ধ
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম