ঢাকা সোমবার | ১৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
মেহেরপুরের শিশুবাগান পাড়ায় আব্দুর রাজ্জাক (৪০) নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
পূর্ব শত্রুতার জেরে এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে ধারণা করছে নিহতের পরিবার ও পুলিশ।
৩ ডিসেম্বর রোববার রাত ৮টার দিকে বাড়ির পার্শ্ববর্তী একটি মাঠে এ ঘটনা ঘটে।
রাজ্জাক মেহেরপুর শহরের ৮ নম্বর ওয়ার্ড শিশুবাগানপাড়ার ওমর আলীর ছেলে। তিনি পাসপোর্ট অফিসে দালাল হিসেবে কাজ করতেন।
নিহত রাজ্জাকের স্ত্রী সীমা খাতুন জানান, রোববার সন্ধ্যায় সাব্বির নামের রাজ্জাকের এক বন্ধু মেহেরপুর কারাগার থেকে মুক্তি পায়। বন্ধুকে সঙ্গে নিয়ে বাড়ি ফিরছিলেন। এ সময় বাড়ির কাছাকাছি এক মাঠে কয়েকজন তাদের ঘিরে ধরে। সেখান থেকে সাব্বির পালিয়ে গিয়ে সীমাকে ফোন করে বিষয়টি জানান। পরে তাৎক্ষণিক প্রতিবেশীদের নিয়ে ঘটনাস্থলে গেলে রাজ্জাকের মরদেহ দেখতে পান তিনি।
মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রবিউল ইসলাম জানান, পূর্ব শত্রুতার জের ধরে এই হত্যাকাণ্ড ঘটে থাকতে পারে। নিহতের শরীরের বিভিন্ন জায়গায় আঘাতের চিহ্ন আছে। মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে পুলিশ ময়নাতদন্তের জন্য মেহেরপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান তিনি।
বিষয়সমূহঃTags: কুপিয়ে হত্যা, মেহেরপুর, যুবক
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম