ঢাকা বুধবার | ২০শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৫ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী নিউজ
২৫ ডিসেম্বর, ২০১৭ | ১১:৫৬

রাজশাহীতে ৩ বিএসএফ সদস্য আটক

tesst

ভারতের বিএসএফ ছবি: জি-নিউজ

বাংলাদেশ সীমায় ঢুকে পড়ায় তিন বিএসএফ সদস্যকে রাজশাহীর পবা উপজেলায় আটক করেছে বিজিবি।

বিজিবির ১ ব্যাটালিয়নের অধিনায়ক শামীম মাসুদ আল ইফতেখার জানান, সোমবার ভোরে তারা উপজেলার হারুডাঙ্গা এলাকায় ঢুকে পড়েন।

আটককৃতদের নাম এসআই রমনাথ সিং, কনস্টেবল রাকেশ কুমার ও সন্তোষ কুমার বলে জানিয়েছে বিজিবি।

বিজিবি কর্মকর্তা শামীম বলেন, “হারুডাঙ্গায় সীমানা পিলার ভেঙে গেছে। এ কারণে ভুল করে বিএসএফের ৩৮ ব্যাটালিয়নের তিন সদস্য বাংলাদেশ সীমানায় ঢুকে পড়েন। তারা সেটা টের পাননি। পরে বিজিবি সদস্যরা তাদের আটক করেন।

“আটককৃতদের চর মাঝাড়দিয়া সীমান্তে রাখা হয়েছে। দুপুরে বিএসফের সঙ্গে বিজিবির পতাকা বৈঠকের মাধ্যমে তাদের ফেরত দেওয়া হবে।”

সূত্র: বিডিনিউজ

আগামীনিউজ২৪.কম/এসএম

বিষয়সমূহঃTags: , ,