ঢাকা রবিবার | ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী নিউজ
২৬ ডিসেম্বর, ২০১৭ | ১৪:৪১

মহানবীকে অবমাননা

বিমানবন্দরে ব্লগার গ্রেফতার

tesst ছবি: আসাদ নুরের ফেসবুক ওয়াল থেকে

মহানবী হজরত মুহাম্মদ (সা.)কে অবমাননার অভিযোগে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এক এক ব্লগারকে গতরাতে গ্রেফতার করেছে পুলিশ।

দক্ষিণাঞ্চলীয় জেলা বরগুনার আমতলীতে তথ্যপ্রযুক্তি আইনে জানুয়ারি মাসে দায়ের করা একটি মামলায় ঐ ব্লগারকে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ জানিয়েছে, গ্রেফতার ব্যক্তির নাম আসাদুজ্জামান নূর, যিনি আসাদ নূর নামে পরিচিত।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ শহীদুল্লাহ বিবিসি বাংলাকে জানিয়েছেন, ফেসবুক, ইউটিউব এবং ব্লগে অডিও-ভিডিও এবং লেখনীর মাধ্যমে নবী মোহাম্মদকে অবমাননা করেছেন, এমন অভিযোগে একটি মামলা হয়।

বিষয়টি তদন্ত করে দেখার পর থেকে পুলিশ আসাদ নূরকে খুঁজছিল।

এই মামলায় এর আগে আরেকজনকে গ্রেফতার করেছে পুলিশ।

মি. শহীদুল্লাহ বলেছেন, আসাদ নূর যাতে দেশ ছেড়ে পালাতে না পারে, সেজন্য পুলিশ ইমিগ্রেশনে অ্যালার্ট দিয়ে রেখেছিল।

সে প্রেক্ষাপটে গতরাতে তাকে গ্রেফতার করা হয়েছে।

এদিকে, ঢাকার বিমানবন্দর থানার একজন কর্মকর্তা জানিয়েছেন, আসাদ নূর গতকাল নেপালের রাজধানী কাঠমান্ডু যাওয়ার জন্য বিমানবন্দরে গেলে সেখান থেকে তাকে আটক করা হয়।

এখন সংশ্লিষ্ট থানা তাকে আদালতে উপস্থাপন করবে।