ঢাকা মঙ্গলবার | ১৯শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৪ঠা অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
ভারতের হায়দরাবাদে আজ মঙ্গলবার বিশ্ব উদ্যোক্তা সম্মেলনে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মেয়ে ইভানকা ট্রাম্প। যুক্তরাষ্ট্র থেকে আনা নিজের বুলেটপ্রুফ গাড়িতেই ভারত সফর করবেন তিনি। তাঁর নিরাপত্তায় হায়দরাবাদে ১০ হাজার নিরাপত্তাকর্মী থাকবে।
এনডিটিভি অনলাইনের প্রতিবেদনে বলা হয়, তিন দিনব্যাপী বিশ্ব উদ্যোক্তা সম্মেলনের উদ্বোধনী দিনের মূল বক্তা হিসেবে যোগ দেবেন ৩৬ বছর বয়সী ইভানকা। এদিন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিও উপস্থিত থাকবেন। ডোনাল্ড ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হওয়ার পর এটাই হবে ইভানকার সবচেয়ে বড় সফর।
প্রতিবেদনে বলা হয়, ইভানকার ভারত সফর উপলক্ষে দেশটিতে ব্যাপক নিরাপত্তাব্যবস্থা নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র থেকে নিয়ে আসা নিজের বিশেষ বুলেটপ্রুফ গাড়িতেই ভারত সফর করবেন তিনি। তাঁর সার্বক্ষণিক নিরাপত্তার দায়িত্বে থাকবে মার্কিন সিক্রেট সার্ভিসের সদস্যরা। এরপরও তাঁর নিরাপত্তার জন্য অতিরিক্ত ১০ হাজার নিরাপত্তাকর্মী মোতায়েন করেছে হায়দরাবাদ কর্তৃপক্ষ। পাশাপাশি সন্ত্রাসবিরোধী বাহিনী ও ডগ স্কোয়াডও মোতায়েন করা হয়েছে। এ ছাড়া তাঁর সফর উপলক্ষে হায়দরাবাদের প্রতিটি সড়ক ভিক্ষুকমুক্ত করারও উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়, হোয়াইট হাউসের উপদেষ্টা ইভানকা ট্রাম্প সম্মেলনে ব্যবসায় নারীদের ক্ষমতায়নের কথা তুলে ধরবেন। এ ছাড়া ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিকাশমান বন্ধুত্বপূর্ণ সম্পর্ক প্রসঙ্গেও কথা বলবেন ইভানকা। এ কারণেই তাঁর নিরাপত্তার প্রশ্নে কোনো ঝুঁকি নিতে চাচ্ছে না আয়োজক দেশটি। ভারত সফরকালে বিখ্যাত ও বিলাসবহুল হোটেল ফালাকনুমা প্যালেসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণে এক নৈশভোজেও যোগ দেবেন তিনি।
প্রতিবেদনে আরও বলা হয়, ইভানকার এই সফরে তাঁর সঙ্গে জ্যেষ্ঠ কোনো মার্কিন কর্মকর্তা থাকছেন না বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন। এ বিষয়ে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের একজন জ্যেষ্ঠ কর্মকর্তা সিএনএনকে বলেছেন, ভারত সফরে ইভানকার সঙ্গে কোনো জ্যেষ্ঠ কর্মকর্তাকে পাঠানো হচ্ছে না। কারণ তাঁরা কোনো বিষয়েই ইভানকাকে চাপ দিতে চান না।
বিষয়সমূহঃTags: ইভানকা ট্রাম্প
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম