ঢাকা সোমবার | ১৬ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১লা পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সারাদেশে বিদ্যুতের দাম বৃদ্ধির প্রতিবাদে বাম দলগুলোর বৃহস্পতিবার ডাকা আধাবেলা হরতাল চলছে। সকাল থেকে শাহবাগ মোড়ে অবস্থান নিয়ে থেমে থেমে মিছিল করছে কয়েকটি বাম দলের ছাত্র সংগঠন ।
৩০ নভেম্বর বৃহস্পতিবার সকাল ৬টা থেকে শুরু হওয়া এই কর্মসূচি চলবে দুপুর ২টা পর্যন্ত।
এর আগে গত ২৩ নভেম্বর হরতালের কর্মসূচির ঘোষণা দেওয়া হয়। এ হরতালে বিএনপি পূর্ণ সমর্থন দিয়েছে।
হরতাল চলাকালে সকাল ৮টার দিকে শাহবাগ থেকে একটি মিছিল বের করেন বাম নেতারা। মিছিলটি মৎস্য ভবন, প্রেসক্লাব, পুরাতন পল্টন, বায়তুল মোকাররম গেট থেকে ঘুরে কাকরাইল হয়ে আবার প্রেসক্লাবের সামনে এসে অবস্থান করে। সেখানে তারা সংক্ষিপ্ত সমাবেশ করেন।
এদিকে হরতালে যাতে কোনো অস্বস্তিকর পরিস্থিতির সৃষ্টি না হয় সে জন্য রাজধানীর বিভিন্ন রাস্তায় পুলিশের সতর্ক অবস্থানও রয়েছে। ফলে হরতালে যানবাহন চলাচল স্বাভাবিক রয়েছে।
এছাড়া বেলা বাড়ার সাথে সাথে ব্যবসা প্রতিষ্ঠান খুলতে শুরু করছে। এখন পর্যন্ত কোথাও অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
সুত্র: প্রিয়ডটকম
বিষয়সমূহঃTags: আধাবেলা হরতাল, প্রতিবাদ, বামদল, বিদ্যুতের দাম বৃদ্ধি, শাহবাগ
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম