ঢাকা বৃহস্পতিবার | ২৮শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১৩ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা বলেছেন, জনগণ উন্নয়নের সুফল পেয়ে আবার আওয়ামী লীগকে ভোট দিয়ে নির্বাচিত করেছে।
তিনি বলেন, আমাদের সককারে আগের মেয়াদে নেওয়া বিভন্ন উন্নয়ন কর্মকাণ্ডের সুফল পেয়ে দেশবাসী আবার আমাদের ভোট দিয়েছে।
সোমবার বিকেলে গণভবনে বিদেশি পর্যবেক্ষক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব কথা বলেন শেখ হাসিনা।
অনুষ্ঠানে বিদেশি পর্যবেক্ষকদের ভিসা জটিলতা, সক্রিয় বিরোধী দলের অভাব ও রোহিঙ্গা শরণার্থীদের নিয়েও কথা বলেন প্রধানমন্ত্রী।
একাদশ জাতীয় সংসদ নির্বাচন সুষ্ঠু হয়েছে জানিয়ে বিদেশি পর্যবেক্ষকদের শেখ হাসিনা বলেন, নির্বাচনে কোনও অনিয়ম হলে ইসি নির্বাচন বন্ধ করে দিতো।
নির্বাচনের আগে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ করার কথা উল্লেখ করেন প্রধানমন্ত্রী বলেন, ভোটের আগে সব বিরোধীদলের সঙ্গে সংলাপে বসেছি। বিরোধীদলগুলো রাজনৈতিক দল হিসেবে সব ধরনের সুযোগ সুবিধা পেয়েছে। তাদেরকে অনেক সময় দিয়েছি।
বিষয়সমূহঃ
পূর্বের সংবাদ
শিরোনাম