ঢাকা বৃহস্পতিবার | ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী নিউজ ডেস্ক
১২ ডিসেম্বর, ২০১৭ | ১৪:৩৮

জরুরি সেবা ৯৯৯ উদ্বোধন করলেন জয়

tesst

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও তার তথ্যপ্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় জাতীয় জরুরি সেবা ৯৯৯ কার্যক্রমের উদ্বোধন করেছেন।

১২ ডিসেম্বর মঙ্গলবার রাজধানীর আবদুল গণি রোডে পুলিশ কন্ট্রোল রুমে এই সেবার উদ্বোধন করা হয়।

অনুষ্ঠানে সজীব ওয়াজেদ জয় বলেন, এই সেবার মাধ্যমে উন্নত দেশগুলোর মতো বাংলাদেশেও এখন মুহূর্তের মধ্যেই পুলিশের সহায়তা পাওয়া যাবে। যুক্তরাষ্ট্রে কোথাও আগুন লাগলে জরুরি নম্বরে ফোন করা হলে সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস এসে আগুন নেভায়। বাংলাদেশেও এরকম একটি সেবা উদ্বোধন করা হলো।

দেশের যেকোনো জায়গা থেকে ৯৯৯ নম্বরে ডায়াল করে পুলিশের সাহায্য পাওয়া যাবে। পাশাপাশি অ্যাম্বুলেন্স ও ফায়ার সার্ভিস সেবাও পাওয়া যাবে। এই জরুরি সেবাটি পেতে কোনো খরচ হবে না। এমনকি মোবাইলে ব্যালেন্স না থাকলেও কল করা যাবে।

preload imagepreload image