ঢাকা শুক্রবার | ২২শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৭ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
দেশের উত্তরাঞ্চলের কয়েক জেলায় শনিবার সকালে মৃদু ভূমিকম্প অনুভূত হয়েছে। ৪ দশমিক ৬ মাত্রার এ ভূমিকম্পে কোনো ক্ষয়ক্ষতির ঘটনা ঘটেনি।
আবহাওয়া অধিদপ্তর সূত্র জানিয়েছে,সকাল ৭টা ১৪ মিনিট ৩০ সেকেন্ডে উত্তরাঞ্চলের কুড়িগ্রাম, দিনাজপুর, রংপুর ও লালমনিরহাট জেলায় এ ভূমিকম্প অনুভূত হয়েছে। তবে এতে কুড়িগ্রামে সবচেয়ে বেশি কম্পনের সৃষ্টি হয়।
ভূমিকম্প গবেষণা কেন্দ্র ও ইউএসজিএস সূত্রে জানা গেছে, ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল ঢাকা থেকে ২৭২ কিলোমিটার উত্তরে ভারতের আসামে ও মাটির ১০ কিলোমিটার গভীরে। বাংলাদেশের উত্তরাঞ্চল–সংলগ্ন ভারতের কিছু এলাকায়ও এ ভূমিকম্প অনুভূত হয়েছে।
এদিকে ভারতের আনন্দবাজার পত্রিকার এক খবরে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহারেও এ ভূমিকম্প অনুভূত হয়েছে। এর উৎপত্তিস্থল নিম্ন আসমের কোকরাঝার জেলায় বলে উল্লেখ করেছে পত্রিকাটি।
বিষয়সমূহঃ
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম