ঢাকা বৃহস্পতিবার | ১২ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ

আগামী নিউজ
২৮ নভেম্বর, ২০১৭ | ০৫:২০

দিনাজপুর সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

tesst

দিনাজপুরের সদর উপজেলার কমলপুর ইউনিয়নের বড়গ্রাম সীমান্তে বিএসএফের গুলিতে মোজাফফর হোসেন (৩২) নামে এক বাংলাদেশির মৃত্যু হয়েছে

সোমবার রাতে ওই সীমান্তের ৩১৩ সিএস পিলারের নিকটবর্তী স্থানে এই ঘটনা ঘটে।

মোজাফফর হোসেন আটইর গ্রামের মৃত তাহের আলীর ছেলে।

দিনাজপুর-২৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল খন্দকার সাইফুল ইসলাম জানান, রাতে ৭/৮ জনের একটি চোরাকারবারী দল সীমান্ত অতিক্রম করে ভারতে যাওয়ার চেষ্টা করে। এ সময় ভারতীয় ৪১ বিএসএফের টহলদল তাদেরকে সতর্ক করলেও তারা না মানায় বিএসএফ সদস্যরা গুলি করে। এতে ঘটনাস্থলেই মোজাফফর হোসেন মারা যায়। তার লাশ সীমান্তের শূন্য রেখা থেকে ১০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বিজিবির হেফাজতে রয়েছে।

তিনি আরও জানান, বিষয়টি বিএসএফকে জানানো হয়েছে এবং একটি পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে।

আইনগত ব্যবস্থার কার্যক্রম শেষ করে লাশ পরিবারের নিকট হস্তান্তর করা হবে বলেও জানান তিনি।