ঢাকা শনিবার | ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
গাছের সাথে ধাক্কা
বগুড়ার শিবগঞ্জ উপজেলায় বাস নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে চারজনের মৃত্যু হয়েছে। এতে আহত হয়েছেন আরো নয় জন। আহতদের উদ্ধার স্থানীয় হাসপাতালে পাঠানো হয়েছে।
বুধবার সকাল সোয়া ৬টার দিকে উপজেলার মোকামতলা অতিক্রম করার সময় এ দুর্ঘটনা ঘটে। নিহত চার জনের মধ্যে দুই নারী ও দুই জন পুরুষ। প্রাথমিকভাবে নিহত দু’জনের নাম জানা গেছে। তারা হলেন- আব্দুল জব্বার ও কান্তা সাহা।
বগুড়া ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার সারওয়ার হোসেন বলেন, চট্টগ্রাম থেকে ছেড়ে আসা সাদ্দাম এন্টার প্রাইজের একটি বাস কুড়িগ্রাম যাচ্ছিল। শিবগঞ্জের মোকামতলা অতিক্রম করার সময় আব্দুল জব্বার নামে এক পথচারীর বাসটির সঙ্গে ধাক্কা লাগে, এতে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা খেয়ে দুর্ঘটনায় পতিত হয়।
বিষয়সমূহঃTags: নিহত, বগুড়া, বাস দুর্ঘটনা
পূর্বের সংবাদ
পরের সংবাদ
শিরোনাম